Afghanistan Crisis: দেশ ছাড়লেন প্রেসিডেন্ট, আফগান প্রেসিডেন্সিয়াল প্যালেসের দখল নিল তালিবান!

তালিবান তরফে দাবি করা হয়েছে, তাদের একটি গোষ্ঠী প্রেসিডেন্ট ঘানির খোঁজে তল্লাশি চালাচ্ছে

Updated By: Aug 15, 2021, 10:13 PM IST
Afghanistan Crisis: দেশ ছাড়লেন প্রেসিডেন্ট, আফগান প্রেসিডেন্সিয়াল প্যালেসের দখল নিল তালিবান!

নিজস্ব প্রতিবেদন: বিদেশি সেনা দেশ ছাড়ার একশো দিন পরেই ফের আফগানিস্তানে চালকের আসনে তালিবান।

সংবাদ মাধ্যমের খবর, দেশ ছেড়ে তাজিকিস্তান চলে গিয়েছেন আফগান প্রেসিডেন্ট আসরফ ঘানি। তার পরেই আফগান প্রেসিডেন্টসিয়াল প্যালেস দখল নিয়েছে তালিবান।

আরও পড়ুন-Afghanistan Crisis: দেশ ছাড়লেন প্রেসিডেন্ট, আফগান প্রেসিডেন্সিয়াল প্যালেসের দখল নিল তালিবান!

সংবাদ সংস্থা রয়টার্সের দাবি, কাবুলে ঢোকার পর আফগান প্রেসিডেন্টের প্রাসাদের দখল নিয়েছে তালিবান। এমনটাই দাবি করেছে তালিবান কমান্ডাররা। আরও খবর, দেশ ছাড়ার আগে স্বরাষ্ট্রমন্ত্রী আলি আহমেদ জালালির হাতে ক্ষমতা তুলে দিয়েছেন প্রেসিডেন্ট ঘানি। অন্যদিকে, তালিবান তরফে দাবি করা হয়েছে, তাদের একটি গোষ্ঠী প্রেসিডেন্ট ঘানির খোঁজে তল্লাশি চালাচ্ছে।

এদিকে, তালিবান কাবুলে ঢোকার আগেই কপ্টারে চড়ে দূতাবাস চাড়ে মার্কিন কূটনীতিকরা। দূতাবাসের বহু নথিতে আগুন লাগিয়ে দেওয়া হয়। কাবুল থেকে ভারতীয় কূটনীতিকদের নিয়ে দিল্লি ফিরেছে এয়ার ইন্ডিয়ার এরকটি বিমান।

আরও পড়ুন-Malala Yousafzai: তালিবানের এই আফগান-দখলে দারুণ বিচলিত নোবেলজয়ী 

অন্যদিকে, আফগান সংবাদমাধ্যমের খবর, তালিবান জানিয়েছে শান্তিপূর্ণ ভাবেই ক্ষমতা হস্তান্তর চায় তারা। সাধারণ মানুষদের শহর ছেড়ে চলে যাওয়ার বা আতঙ্কে থাকার কোনও কোনও কারণ নেই। টোলো নিউজকে তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, তালিবান যোদ্ধাদের শহরে প্রবেশ করতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে শহরের নিরপাত্তা ব্যবস্থায় উপরে কড়া নজর রাখা হবে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.