গোটা মার্কিন মুলুক যেন ডিপ ফ্রিজে, গাড়ি-বাড়ি যেন বরফের খেলনা

Updated By: Nov 19, 2014, 04:20 PM IST
 গোটা মার্কিন মুলুক যেন ডিপ ফ্রিজে, গাড়ি-বাড়ি যেন বরফের খেলনা
ছবি সৌজন্যে-নিউইয়র্ক পোস্ট

 

ওয়েব ডেস্ক: কী ঠান্ডা, কী ঠান্ডা। গোটা মার্কিন মুলুক এখন বরফের তলায়। আমেরিকার ৫০টা প্রদেশে তাপমাত্রা শূন্য ডিগ্রির নিচে নেমে গিয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি খারাপ অবস্থা পশ্চিম নিউ ইয়র্কে। যেখানে প্রবল তুষারপাতের কারণে জনজীবন এতটাই বিপর্যস্ত হয়েছে যে সেখানে জরুরী অবস্থা জারি করা হয়েছে।

গত সপ্তাহে উত্তর সুমেরু থেকে ঠান্ডা হাওয়া ঢোকায় রেকর্ড শীত পড়েছে আমেরিকার জুড়ে। এত ঠান্ডা গত ৩৮ বছরে পড়েনি। এমনকী নভেম্বরের এই সময় কখনই এত শীত আমেরিকায় পড়ে না। ঘণ্টায় প্রায় ১৩ সেন্টিমিটার (৫ ইঞ্চি) গতিতে তুষার পড়ছে। এতে সবচেয়ে সমস্যায় পড়ছে সাধারণ মানুষ। নায়াগ্রা ইউনিভার্সিটির মহিলা দল পড়েছে মহাসমস্যায়। তারা রাতভোর বাসের মধ্যে বন্দি অবস্থায় রয়েছে। কারণ বরফ জমে রাস্তায় আর যান চলাচলের উপায় নেই। স্কুল-কলেজ, অফিস সব বন্ধ। এমনকী এটিএম গুলোর দরজাগুলোও বরফের চাদরে ঢাকা পড়ে যাওয়ায় অচল হয়ে গিয়েছে।

.