সেপ্টেম্বরে পৃথিবী ধ্বংস হওয়ার খবর ভিত্তিহীন, দাবি নাসার

নাসার খারিজ করতেই প্রাণ খুলে শ্বাস নিল পৃথিবী। বেশ কিছুদিন ধরে সোশাল মিডিয়ায় পৃথিবী ধ্বংস হওয়ার খবর ঘুরপাক খাচ্ছিল। মহাবিশ্বে নামহীন গ্রহাণুর সঙ্গে নাকি সংঘর্ষে পৃথিবী ধ্বংস হয়ে যাবে আগামী মাসে! এমন গুজবকে ফুঁ দিয়ে উড়িয়ে দিল নাসা।

Updated By: Aug 24, 2015, 10:16 AM IST
সেপ্টেম্বরে পৃথিবী ধ্বংস হওয়ার খবর ভিত্তিহীন, দাবি নাসার

ওয়েব ডেস্ক: নাসার খারিজ করতেই প্রাণ খুলে শ্বাস নিল পৃথিবী। বেশ কিছুদিন ধরে সোশাল মিডিয়ায় পৃথিবী ধ্বংস হওয়ার খবর ঘুরপাক খাচ্ছিল। মহাবিশ্বে নামহীন গ্রহাণুর সঙ্গে নাকি সংঘর্ষে পৃথিবী ধ্বংস হয়ে যাবে আগামী মাসে! এমন গুজবকে ফুঁ দিয়ে উড়িয়ে দিল নাসা।

বিভিন্ন ব্লগ ও ওয়েবসাইটে দাবি করা হচ্ছিল, সেপ্টেম্বরে গ্রহাণুর সঙ্গে সংঘর্ষ হতে পারে। যার জেরে পুয়ার্তো রিকো অঞ্চল সহ বিস্তর এলাকায় আছড়ে পড়তে পারে এই গ্রহাণু। কিন্তু নাসার জেট প্রোপালসন ল্যাবোরেটরি জানান এই খবর ভিত্তিহীন। পৃথিবী ধ্বংস হওয়ার খবর এর আগেও বারবার খবরের শিরোনামে এসেছে।

২০১২ মায়ান ক্যালেন্ডার অনুযায়ী পৃথিবী ধ্বংস হওযার খবরে যে সত্য ছিল না তা প্রমাণ আগেই আমরা পেয়েছি।
প্রোপালসন ল্যাবোরেটরি দাবি করে, আগামী একশো বছরে .০১ শতাংশ পৃথিবীর ধ্বংস হওয়ার কোনও আশঙ্কা নেই।

.