বাজ নিয়ে সবচেয়ে বাজে খবর
বজ্রপাত। যাকে আমরা সরল ভাষায় বলি বাজ। বাজের শব্দ-আলোতে ভয় পায় না এমন মানুষ কম আছে। সেই বাজ নিয়ে একটা বাজে খবর শোনাই।
ওয়েব ডেস্ক: বজ্রপাত। যাকে আমরা সরল ভাষায় বলি বাজ। বাজের শব্দ-আলোতে ভয় পায় না এমন মানুষ কম আছে। সেই বাজ নিয়ে একটা বাজে খবর শোনাই।
এই খবরের যিনি কেন্দ্রীয় বা ট্র্যাজিক চরিত্র তাঁর নাম ওয়াল্টার সামারফোর্ড। ওয়াল্টারের দুর্ভাগ্য, যেখানেই তিনি যান বাজ সেখানেই যেন তাকে তাড়া করে! ওয়াল্টার জীবনে তিন তিনবার বজ্রপাতের মুখোমুখি হয়েছিলেন। বজ্রপাতের আঘাতেই তাঁর প্রাণ গিয়েছিল। মৃত্যুর পর তাঁর সমাধি তৈরি হয়েছিল বেশ ঘটা করে। কিন্তু হায় রে কপাল। মৃত্যুর পরেও ওয়াল্টারকে ইন্দ্রদেব তাঁকে ছেড়ে দেয়নি। বাজে মরে ফের বাজের আঘাতেই জখম হতে হয় ওয়াল্টারকে। মানে ওয়াল্টারের সমাধিস্থলে ফের বাজ পড়ে। ভেঙে চৌচির হয়ে যায় ওয়াল্টারের সমাধিস্থল।
বুঝুন দশা। এভাবে বাজ কারও জীবনে এত অভিশাপ ডেকে আনতে পারে, সেটা জানা ছিল না।