দু-দুটো বড় ভূমিকম্প যেকোনও সময় হতে পারে বাংলাদেশে
কলকাতায় গত কয়েকদিন আগেই দু-দুবার হয়ে গিয়েছে ভূমিকম্প। ইদানিং প্রায়ই ভূমিকম্প হচ্ছে উত্তরবঙ্গ সহ গোটা পশ্চিমবঙ্গেই। আমাদেরই লাগোয়া দেশ বাংলাদেশ। তারাই বা সুরক্ষিত কতটা ভূমিকম্পের বিষয়ে!বরং, গবেষণার পর যা শোনা যাচ্ছে, তাতে আতকে ওঠার মতোই বিষয় বাংলাদেশের মানুষদের জন্য।
ওয়েব ডেস্ক: কলকাতায় গত কয়েকদিন আগেই দু-দুবার হয়ে গিয়েছে ভূমিকম্প। ইদানিং প্রায়ই ভূমিকম্প হচ্ছে উত্তরবঙ্গ সহ গোটা পশ্চিমবঙ্গেই। আমাদেরই লাগোয়া দেশ বাংলাদেশ। তারাই বা সুরক্ষিত কতটা ভূমিকম্পের বিষয়ে!বরং, গবেষণার পর যা শোনা যাচ্ছে, তাতে আতকে ওঠার মতোই বিষয় বাংলাদেশের মানুষদের জন্য।
বাংলাদেশের ভূ-তাত্ত্বিক অবস্থান বিশ্লেষণ করে বিজ্ঞানীরা বলছেন যেকোনো সময় বড় ধরনের ভূমিকম্প হতে পারে। রাজধানী ঢাকার আশপাশে বড় মাত্রার ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে!আমেরিকার কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ গবেষণার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা হয়েছে আর্থ অবজারভেটরি। ভূমিকম্পের প্রবণতা নিয়ে ২০০৩ সাল থেকে গবেষণা করছেন অধ্যাপক হুমায়ুন আখতার। তাঁর গবেষণা মডেল বলছে ইন্ডিয়ান, ইউরেশিয়ান এবং বার্মা তিনটি গতিশীল প্লেটের সংযোগস্থলে বাংলাদেশের অবস্থান। সেই জন্য দু-দুটো বড় ধরনের ভূমিকম্প বাংলাদেশের জনজীবনকে বিপর্যস্ত করতে পারে। মনে করা হচ্ছে, ৭.৫ থেকে ৮ মাত্রার ভূমিকম্প হতে পারে বাংলাদেশে! সিলেট এবং চট্টগ্রামে শক্তিশালী ভূমিকম্প হলে মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে রাজধানী ঢাকা। সূত্র - বিবিসি