নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবার রাতে এক মিনিটের কালবৈশাখী (Kal Baisakhi)। আর তাতেই ক্ষতিগ্রস্থ ৩৫০ পরিবার। আহত পঞ্চাশেরও বেশি সাধারণ মানুষ। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য চালছে।

জানা গিয়েছে, মঙ্গলবার রাত সাড়ে ১১টা নাগাদ বাংলাদেশের নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নে কালবৈশাখী (Kal Baisakhi) ঝড় হয়। ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে ঝুঁকি, ছাবেদগঞ্জ, মাহাতাবপাড়া, শাল্টিপাড়া, ঘোনাপাড়া গ্রাম। প্রশাসন সূত্রে খবর, এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ৫০ হেক্টর জমির ফসল। সংশয়ে দিন কাটাচ্ছে ৩৫০টি পরিবারের শতাধিক মানুষ। 

দুর্গত এলাকাগুলো ঘুরে দেখেন স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিক। তিনি বলেন, "আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ১০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে।"

Bangladesh Woman Footballer Assault: কলেজে ডেকে মহিলা ফুটবলারকে 'ধর্ষণের চেষ্টা', ধৃত শাসকদলের ছাত্রনেতা

Bangladesh Adult Video: কম্পিউটার সেন্টারের আড়ালে পর্ন ভিডিও 'বিক্রি'! পুলিসের জালে ১০

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

English Title: 
Bangladesh Kal Baisakhi destroy 350 house
News Source: 
Home Title: 

Bangladesh Kal Baisakhi: ভয়ঙ্কর! ১ মিনিটের কালবৈশাখীতে লণ্ডভণ্ড ৩৫০টি ঘর

Bangladesh Kal Baisakhi: ভয়ঙ্কর! ১ মিনিটের কালবৈশাখীতে লণ্ডভণ্ড ৩৫০টি ঘর
Caption: 
প্রতীকী ছবি
Yes
Is Blog?: 
No