Bangladesh MP Killed: শিলাস্তির হানিট্র্যাপেই প্রাণ খোয়ালেন বাংলাদেশের সাংসদ! এবার আদালতে নয়া কাণ্ড ঘটালেন অভিযুক্ত মডেল...

Bangladesh MP Murder: আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডে অভিযুক্ত শিলাস্তি রহমান। মডেল হতে চাওয়া শিলাস্তি জড়িয়ে পড়েছে এই নৃশংস হত্যাকাণ্ডে। তবে এবার আরেক কাণ্ড ঘটালেন তিনি। 

Updated By: Jun 1, 2024, 08:48 PM IST
Bangladesh MP Killed: শিলাস্তির হানিট্র্যাপেই প্রাণ খোয়ালেন বাংলাদেশের সাংসদ! এবার আদালতে নয়া কাণ্ড ঘটালেন অভিযুক্ত মডেল...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশের সাংসদ খুনে রোজই উঠে আসছে নয়া চাঞ্চল্যকর তথ্য। ঝিনাইদহ-৪ আসনের আওয়ামী লীগের সাংসদ আনোয়ারুল আজিম আনারকে খুনের উদ্দেশ্যে অপহরণের মামলায় গ্রেফতার তিন অভিযুক্তকে আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

শুক্রবার শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিক। রিমান্ডে যাওয়া অভিযুক্তরা হলেন—শিমুল ভূঁইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভূঁইয়া ওরফে আমানুল্যাহ সাঈদ (৫৬), তানভীর ভূঁইয়া (৩০) ও সেলেষ্টি রহমান ওরফে শিলাস্তি রহমান (২২)। আট দিনের রিমান্ড শেষে শুক্রবার তাদের আদালতে হাজির করে আবারও ৮ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার মাহফুজুর রহমান।

আরও পড়ুন- MP আনার খুনে মাদক হাতছানি শিলাস্তির, তার নাম আবার সেলে নিস্কি ...

এদিন রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল্লাহ আবু আসামিদের রিমান্ড চেয়ে শুনানি করেন। আসামিদের পক্ষে কোনও আইনজীবী ছিলেন না। আসামিদের এজলাসে নেওয়ার পর কয়েকজন আইনজীবী আসামিপক্ষে মামলা লড়তে ওকালতনামায় তাদের স্বাক্ষর নিতে চান। এ সময় পুলিশ ও ডিবি সদস্যরা আইনজীবীদের আদালতের সামনে আবেদন করে স্বাক্ষর নিতে বলেন। 

শুনানির একপর্যায়ে বিচারক শিলাস্তি রহমানকে জিজ্ঞাসা করেন, আপনি কি আইনজীবী নিয়োগ করতে চান? জবাবে শিলাস্তি রহমান জানান, তিনি আইনজীবী নিয়োগ দিতে চান না। অপর দুই আসামিকে জিজ্ঞাসা করলে জানান যে, তারা মামলা লড়তে আইনজীবী নিয়োগ করতে চান। কেন আইনজীবী চান না শিলাস্তি, তা অবশ্য জানা যায়নি। 

আরও পড়ুন- Rachna Banerjee: নির্বাচনের রেজাল্টের আগেই পরিবারে দুঃসংবাদ, শোকে পাথর রচনা...

আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডে অভিযুক্ত শিলাস্তি রহমান মডেল হতে চেয়েছিলেন কিন্তু পুরান ঢাকার এই তরুণী বিত্তশালী আক্তারুজ্জামান শাহীনের খপ্পরে পড়ে চলে যান অন্ধকার জগতে। মার্কিন পাসপোর্টধারী শাহীন দেশে এলেই ঘুরে বেড়াতেন তার সঙ্গে। বিভিন্ন পার্টিতে অংশ নিতেন শাহীনের ফ্ল্যাটে। এমপি আনার খুন হওয়ার পর মাস্টারমাইন্ড শাহীনের বান্ধবী হিসেবে নাম আসে এই শিলাস্তি রহমানের, যার আরেক নাম সেলে নিস্কি। তিনি এখন রয়েছেন গোয়েন্দা জালে।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.