ব্লগারের পর এবার প্রফেসর, ফের খুন বাংলাদেশে

অজ্ঞাতপরিচয় আততায়ীর হাতে খুন হলেন বাংলাদেশের এক প্রফেসর। মনে করা হচ্ছে, এক্ষেত্রেও মুক্তমনা ওই প্রফেসর মৌলবাদীদের হিংসার শিকার।

Updated By: Apr 23, 2016, 04:24 PM IST
ব্লগারের পর এবার প্রফেসর, ফের খুন বাংলাদেশে

ওয়েব ডেস্ক : অজ্ঞাতপরিচয় আততায়ীর হাতে খুন হলেন বাংলাদেশের এক প্রফেসর। মনে করা হচ্ছে, এক্ষেত্রেও মুক্তমনা ওই প্রফেসর মৌলবাদীদের হিংসার শিকার।

মৃতের নাম রেজাউল করিম সিদ্দিকি। বয়স ৫৮ বছর। রাজশাহীতে বাসস্ট্যান্ডে যাওয়ার পথে পিছন থেকে তাঁর উপর অতর্কিতে হামলা করে আততায়ীরা। ধারালো অস্ত্রের আঘাতে কুপিয়ে খুন করা হয় তাঁকে। প্রফেসর সিদ্দিকি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। মৌলবাদীদের ঘাঁটি বাগমারাতে একটি স্কুলও তৈরি করেছিলেন তিনি।

২০১৩ থেকে একের পর এক মুক্তমনা ব্লগাররা বাংলাদেশে মৌলবাদীদের হিংসার শিকার। এই মাসেও খুন হয়েছেন এক ব্লগার, আইনের ছাত্র নাজিমুদ্দিন সামাদ।

.