স্বাধীনতা দিবসেও অশান্তির আগুনে পুড়ল বাংলাদেশ

স্বাধীনতা দিবসেও অশান্তির আগুনে পুড়ল বাংলাদেশ। ১৯৭১ সালে আজকের দিনেই ঢাকায় আত্মসমর্পণ করেছিল পাক সেনা। স্বাধীনতা দিবসে আজ, একদিকে মুক্তিযোদ্ধাদের হত্যাকারীদের শাস্তি দিতে নতুন করে শপথ নিল তরুণ প্রজন্ম। নেওয়া হল মৌলবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অঙ্গীকার।

Updated By: Dec 16, 2013, 11:05 PM IST

স্বাধীনতা দিবসেও অশান্তির আগুনে পুড়ল বাংলাদেশ। ১৯৭১ সালে আজকের দিনেই ঢাকায় আত্মসমর্পণ করেছিল পাক সেনা। স্বাধীনতা দিবসে আজ, একদিকে মুক্তিযোদ্ধাদের হত্যাকারীদের শাস্তি দিতে নতুন করে শপথ নিল তরুণ প্রজন্ম। নেওয়া হল মৌলবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অঙ্গীকার।

তারই পাশাপাশি, কাদের মোল্লার ফাঁসির বদলা নিতে দেশজুড়ে সন্ত্রাস-নাশকতা জারি রাখল জামাত-এ-ইসলামি। দেশজুড়ে সংঘর্ষের বিভিন্ন ঘটনায় সোমবার মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। কাদের মোল্লার ফাঁসির পরে শুরু হওয়া সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ৩০ জন। এদিকে আজই বাংলাদেশের নতুন করে হরতালের ডাক দিয়েছে বিএনপি। কাল সকাল থেকে তিনদিনের হরতালের ডাক দিয়েছে তারা।

.