ইউরোপের নির্মীয়মাণ উচচতম বহুতলে আগুন
ইউরোপের উচ্চতম বহুতল তৈরির কাজ শেষ হওয়ার আগেই লাগল বিধ্বংসী আগুন। সোমবার রাতে মস্কোর নির্মীয়মাণ বহুতল `ফেডারেশন টাওয়ার কমপ্লেক্স`-এর ৬০ তলায় আগুন লাগে। কাছাকাছি মস্কো নদী থেকে বার বার জল তুলে হেলিকপ্টারে করে আগুন নেভানোর চেষ্টা করেন দমকলকর্মীরা।
ইউরোপের উচ্চতম বহুতল তৈরির কাজ শেষ হওয়ার আগেই লাগল বিধ্বংসী আগুন। সোমবার রাতে মস্কোর নির্মীয়মাণ বহুতল `ফেডারেশন টাওয়ার কমপ্লেক্স`-এর ৬০ তলায় আগুন লাগে। কাছাকাছি মস্কো নদী থেকে বার বার জল তুলে হেলিকপ্টারে করে আগুন নেভানোর চেষ্টা করেন দমকলকর্মীরা।
দীর্ঘ ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বহতলটির মালিক সার্জেই পোলনস্কি জানিয়েছেন, কোনও হতাহত হয়নি। তবে প্রচন্ড হাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় নেভাতে সমস্যা হয়। ৯৩ তলার `ফেডারেশন টাওয়ার কমপ্লেক্স` বহুতলটির কাজ শেষ হওয়ার কথা ২০১৩-এ। বহুতলটির নির্মাণের কাজ শেষ হলে, ইউরোপের উচ্চতম বহতল হবে `ফেডারেশন টাওয়ার কমপ্লেক্স`।