২১ হাজার পার হল করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা, আক্রান্ত ৪.৭১ লক্ষ
বিশ্বজুড়ে এখনও পর্যন্ত ১,১৪,২১৮ জন করোনাভাইরাসের থাবা থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। মৃত্যু হয়েছে ২১,২৮৩ জনের
নিজস্ব প্রতিবেদন: বৃহস্পতিবার ২১ হাজার পেরিয়ে গেল করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা। একইসঙ্গে বেড়েই চলেছে নতুন করে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। পরিসংখ্যান অনুযায়ী বৃহস্পতিবার পর্যন্ত বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত ৪,৭১,০৫৩ জন। এদের মধ্যে ৩,৩৫,৫৩৪ জন চিকিৎসাধীন। ১৪,৯৭২ জনের অবস্থা আশঙ্কাজনক।
বিশ্বজুড়ে এখনও পর্যন্ত ১,১৪,২১৮ জন করোনাভাইরাসের থাবা থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। মৃত্যু হয়েছে ২১,২৮৩ জনের। বিশ্বের ১৯৮টি করোনা আক্রান্ত দেশের মধ্যে ইতালির অবস্থা সবচেয়ে ভয়াবহ। কেবলমাত্র ইতালিতেই করোনাভাইরাসে মারা গিয়েছে ৭,৫০৩ জন। আক্রান্ত ৭৪,০০০-এর বেশি ইতালীয়। তবে নতুন করে আক্রান্ত হবার সংখ্যা কিছুটা কমেছে বলে আশাবাদী সরকার।
আরও পড়ুন- অতি দ্রুত ছড়াচ্ছে করোনাভাইরাস! গ্রীষ্মের দিকে তাকিয়ে রয়েছেন বিজ্ঞানীরা
করোনাভাইরাসে আক্রান্ত এবং মৃত্যুর নিরিখে ইতালির পরেই দ্বিতীয় স্থানে ইউরোপের আরেক দেশ স্পেন। বুধবারই করোনাভাইরাসে স্পেনের মৃত্যুর সংখ্যা চিনকে ছাপিয়ে যায়। স্পেনে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩,৪৩৪ জনের। করোনায় মৃত্যুর সংখ্যায় চিনকে ছাপিয়ে গিয়েছে স্পেন। স্পেনের মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৭,৬১০ জন। শুধুমাত্র মঙ্গলবারই প্রাণ হারিয়েছেন ৫০০-রও বেশি মানুষ।
বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ১,০০০ পার করেছে। একইসঙ্গে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। এখনও পর্যন্ত ৭০,০০০ বেশি করোনা আক্রান্ত হয়েছে।
ভারতের মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৬৪৯জন। এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৩ জন।