Cyclone Remal Landfall: 'রিমালে' বিপর্যস্ত বাংলাদেশও! উপকূলে জলোচ্ছ্বাস, মৃত ২

বাংলাদেশের আবহাওয়া দফতরের আধিকারিক মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, রিমালের প্রভাবে আজ, সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশে বিভিন্ন প্রান্তে। কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টিও হতে পারে।

Updated By: May 27, 2024, 03:42 AM IST
Cyclone Remal Landfall: 'রিমালে' বিপর্যস্ত বাংলাদেশও! উপকূলে জলোচ্ছ্বাস, মৃত ২

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: দুই বাংলার উপকূল ছুঁয়ে ল্য়ান্ডফল হল ঘুর্ণিঝড় রিমালের। এপার বাংলার মতো দুর্যোগে ঘনঘটা ওপারে বাংলাতেও ৯০ থেকে ১০০ কিমি বেগে বয়ে গেল বাতাস। সঙ্গে জলোচ্ছ্বাস, এমনকী মৃত্য়ুও।

আরও পড়ুন:  Air Turbulence| Qatar Airways: টার্বুলেন্সে তোলপাড় বিমান, মারাত্মক আহত হলেন ১২ যাত্রী

এগিয়ে আসছিল খুব দ্রুত গতিতে। অবশেষে বাংলাদেশ ও লাগোয়া পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়ল ঘুর্ণিঝড় রিমাল! কবে? আজ রবিবার রাতে। ৪ ঘণ্টা ধরে চলল ল্য়ান্ডফল প্রক্রিয়া। এই ঘুর্ণিঝড়ে প্রভাবে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী, বরগুনাসহ উপকূলের বিভিন্ন জেলায় ঝোড়ো হাওয়া বয়ে যায়। হাওয়া গতিবেগ এতটাই বেশি ছিল, সমুদ্রে ব্যাপক জলোচ্ছ্বাস দেখা যায়। জোয়ারে তোড়ে বাঁধ ভেঙেছে বরগুনার আমতলীতে।

এদিকে তখনও ঘুর্ণিঝড়ে পৌঁছয়নি। সাতক্ষীরায় বাড়ি থেকে ত্রাণশিবিরে যাওয়ার পথে মৃত্যু হয় একজনের। মৃতের নাম শওকত মোড়ল। শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের নাপিতখালী গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। জোয়ার জলে ভেসে গিয়ে প্রাণহার ঘটনা ঘটেছে পটুয়াখালীতেও। 

বাংলাদেশের আবহাওয়া দফতরের আধিকারিক মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, রিমালের প্রভাবে আজ, সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশে বিভিন্ন প্রান্তে। কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টিও হতে পারে।

আরও পড়ুন:  Gold Price: ভরিতে অনেকটাই সস্তা হল সোনা, জেনে নিন আসল দর

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.