বাড়ছে ওয়াল স্ট্রিট অসন্তোষ

ওয়াল স্ট্রিট দখলের বিক্ষোভ আরও তীব্র আকার নিল। আন্দোলনে রাশ টানতে আরও কড়া হচ্ছে পুলিস। ফলে বিক্ষোভকারীদের সঙ্গে তাদের বিরোধ আর সংঘাত দুইই বাড়ছে।

Updated By: Oct 28, 2011, 06:52 PM IST

ওয়াল স্ট্রিট দখলের বিক্ষোভ আরও তীব্র আকার নিল। আন্দোলনে রাশ টানতে আরও কড়া হচ্ছে পুলিস। ফলে বিক্ষোভকারীদের সঙ্গে তাদের বিরোধ আর সংঘাত দুইই বাড়ছে। অকল্যান্ড দখল পদযাত্রার সমর্থনে ম্যানহাটনের সিটি হলের উদ্দেশে রওনা হয়েছিলেন প্রায় পাঁচশো বিক্ষোভকারী। জুকোটি পার্কের কাছে তাঁদের সঙ্গে পুলিসের গণ্ডগোল শুরু হয়। প্রায় আড়াইশো আন্দোলনকারী রাস্তায় ট্রাফিকের মধ্যে দিয়ে ছুটতে শুরু করেন। তাঁদের পিছু ধাওয়া করে পুলিস। বিক্ষোভকারীদের বাগে আনতে যথেষ্ট বেগ পেতে হয় পুলিসকে। কাঁদানে গ্যাসও ছোড়ে তারা। ম্যানহাটনে পঁচাশিজন আন্দোলকারীকে গ্রেফতার করা হয়েছে। আর্থিক বৈষম্যের প্রতিবাদে আন্দোলন চলছে অকল্যান্ডে। সেখানে পুলিস আরও কঠোর ভূমিকা নিয়েছে। প্রতিবাদী জনতাকে ছত্রভঙ্গ করতে এক সময় স্টান গ্রেনেড ছোঁড়ে পুলিস। কাঁদানে গ্যাসও ছোঁড়া হয়। জর্জিয়ার আটলান্টায় উডরাফ পার্কের কাছে বিক্ষোভ দেখানোর সময় পঞ্চাশজন গ্রেফতার হয়েছেন।

.