৫৫ জন যাত্রী ও ৭ জন ক্রিউ সহ হাইজ্যাক মিশরের বিমান

অপহরণ করা হল মিশরীয় এয়ারলাইন্স ইজিপ্ট এয়ারের বিমান MS181। মঙ্গলবার সকালে বিমানটি আলেজান্দ্রিয়া থেকে মিশরের রাজধানী কায়রোর উদ্দেশে রওনা হয়েছিল। মাঝপথেই বিমানটিকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় সাইপ্রাসের দিকে।

Updated By: Mar 29, 2016, 12:53 PM IST
৫৫ জন যাত্রী ও ৭ জন ক্রিউ সহ হাইজ্যাক মিশরের বিমান

ওয়েব ডেস্ক: অপহরণ করা হল মিশরীয় এয়ারলাইন্স ইজিপ্ট এয়ারের বিমান MS181। মঙ্গলবার সকালে বিমানটি আলেজান্দ্রিয়া থেকে মিশরের রাজধানী কায়রোর উদ্দেশে রওনা হয়েছিল। মাঝপথেই বিমানটিকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় সাইপ্রাসের দিকে। স্থানীয় সময় সকাল ৮টা ৫০ মিনিটে বিমানটি লারনাকা বিমানবন্দরে নামানো হয়।

এয়ারলাইন্সের পক্ষ থেকে সরকারী ভাবে জানিয়ে দেওয়া হয় বিমানটি অপহরণ করা হয়েছে যদিও এখনও পর্যন্ত কোনও জঙ্গি গোষ্ঠী বা অন্য কেউ কোনও মুক্তিপণ দাবি করেনি। স্থানীয় সূত্রে খবর, বিমানটিতে ৭ জন ক্রিউ ছাড়া ৫৫ জন যাত্রী আছেন। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, বিমানটিতে অন্তত এক জন রয়েছেন অস্ত্র সমেত। এপি-র খবর অনুযায়ী বিমানটিতে রয়েছে বোমা।

.