আজব মাছ বৃষ্টি!

বৃষ্টি হলে ছেলেবেলায় আমরা সবাই মজা করেছি। বৃষ্টিতে ভেজা, কাদা মাখা, মাছ ধরা এরকম অনেক কাজই আমরা সবাই ছেলেবেলায় করেছি। এরকম বৃষ্টিতে ভিজে মজা করার দৃশ্য দেখা গেল কুইন্সল্যান্ডে।

Updated By: Mar 12, 2016, 04:32 PM IST
আজব মাছ বৃষ্টি!

ওয়েব ডেস্ক: বৃষ্টি হলে ছেলেবেলায় আমরা সবাই মজা করেছি। বৃষ্টিতে ভেজা, কাদা মাখা, মাছ ধরা এরকম অনেক কাজই আমরা সবাই ছেলেবেলায় করেছি। এরকম বৃষ্টিতে ভিজে মজা করার দৃশ্য দেখা গেল কুইন্সল্যান্ডে।

কুইন্সল্যান্ডের ৭০ কিলোমিটার উত্তর পশ্চিমে উইনটন শহর। বৃহস্পতিবার মুষলধারায় বৃষ্টি হয় সেখানে। আর সেই বৃষ্টিতে ভিজে ভিজেই মজা করল ছোট ছোট কয়েকটা ছেলেমেয়ে। আর তাদের মা সেই ছবি তুলে রাখল। সারা গায়ে কাদা মেখে বৃষ্টিতে ভিজে মাছ ধরল তারা।

এই প্রসঙ্গে পরিবেশবিদ পিটার আনম্যাক জানিয়েছেন, সম্ভবত ওই মাছগুলো আকাশ থেকে পড়েছিল। গোটা অস্ট্রেলিয়ায় যেখানেই জল থাকে, সেখানেই ওই মাছগুলোকে দেখা যায়।

.