ঐতিহাসিক সাফল্য, নয়াদিল্লির প্রস্তাবে সায় দিয়ে বিশ্ব বাণিজ্য সংস্থায় পাস খাদ্য সুরক্ষা সংক্রান্ত ঘোষণাপত্র
বিশ্ব দরবারে ঐতিহাসিক সাফল্য পেল ভারত। নয়াদিল্লির প্রস্তাবে সিলমোহর দিয়ে বিশ্ব বাণিজ্য সংস্থায় পাস হয়ে গেল খাদ্য সুরক্ষা সংক্রান্ত ঘোষণাপত্র। সংসদে চলতি অধিবেশনেই খাদ্য সুরক্ষা বিল আনতে চলেছে ইউপিএ সরকার। তার আগে এই প্যাকেজ ঘোষণা ভারতের ক্ষেত্রে বড়সড় সাফল্য।
বিশ্ব দরবারে ঐতিহাসিক সাফল্য পেল ভারত। নয়াদিল্লির প্রস্তাবে সিলমোহর দিয়ে বিশ্ব বাণিজ্য সংস্থায় পাস হয়ে গেল খাদ্য সুরক্ষা সংক্রান্ত ঘোষণাপত্র। সংসদে চলতি অধিবেশনেই খাদ্য সুরক্ষা বিল আনতে চলেছে ইউপিএ সরকার। তার আগে এই প্যাকেজ ঘোষণা ভারতের ক্ষেত্রে বড়সড় সাফল্য।
চলতি অধিবেশনেই সংসদে খাদ্য সুরক্ষা বিল পেশ করতে মরিয়া ইউপিএ সরকার। আর তার আগে বিশ্ব দরবারে খাদ্য সুরক্ষা ক্ষেত্রে বড়সড় মাইলফলক ছুঁল নয়াদিল্লি। খাদ্য সুরক্ষা ক্ষেত্রে ভারতের প্রস্তাব মেনে ঘোষণাপত্রে সিলমোহর দিল বিশ্ব বাণিজ্য সংস্থা। কী আছে এই ঘোষণা পত্রে?
ভারত সহ একাধিক উন্নয়নশীল দেশ এখন থেকে ভর্তুকিতে গরীব মানুষের মধ্যে খাদ্যশস্য বণ্টন করতে পারবে। একই সঙ্গে আপদকালীন পরিস্থিতি মোকাবিলায় খাদ্যশস্য মজুতের ক্ষেত্রেও আর কোনও বাধা থাকল না। উত্পাদিত খাদ্যশস্যের জন্য ভারত সহ অন্যান্য উন্নয়নশীল দেশগুলি ন্যূনতম সহায়ক মূল্যও ঠিক করতে পারবে।
শুক্রবার গভীর রাতে এই ঘোষণাপত্রে সিলমোহর দিয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থা।
বিশ্ব বাণিজ্য সংস্থার ছাড়পত্র পাওয়া এই ঘোষণা পত্রের পোশাকি নাম বালি প্যাকেজ। আর এই বালি প্যাকেজকে দিনের আলো দেখাতে ভারতের পাশে দাঁড়িয়েছিল কিউবা, বলিভিয়া, নিকারাগুয়া, বেনেজুয়েলার মতো লাতিন আমেরিকার দেশগুলি। স্বভাবচই উচ্ছ্বসিত নয়াদিল্লি।
মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়নের মতো উন্নত বেশ কয়েকটি দেশ গোড়া থেকেই বালি প্যাকেজের বিরোধিতা করে এসেছে। তাদের সেই আপত্তি অবশ্য ধোপে টিকল না।