ইসলাম না বুঝে সন্ত্রাস চালাচ্ছে আইসিস, তোপ একদা লাদেনের ধর্ম উপদেষ্টা মউরিতানি
"ইসলাম বুঝতে ভুল করছে আইসিস" এমনই বার্তা দিয়ে প্যারিস হামলাকে তীব্র নিন্দা করলেন ওসামা বিন লাদেনের প্রাক্তন ধর্ম উপদেষ্টা আবু হাফস অল-মউরিতানি। একটি ইংরেজি টেলিভিশন চ্যানেলে এই প্রথম প্রকাশ্যে আসেন। সাক্ষাত্কারে জানান, মুসলিম হোক অমুসলিম, নিরপরাধ মানুষকে হত্যা করা ইসলাম বিরোধী।
ওয়েব ডেস্ক: "ইসলাম বুঝতে ভুল করছে আইসিস" এমনই বার্তা দিয়ে প্যারিস হামলাকে তীব্র নিন্দা করলেন ওসামা বিন লাদেনের প্রাক্তন ধর্ম উপদেষ্টা আবু হাফস অল-মউরিতানি। একটি ইংরেজি টেলিভিশন চ্যানেলে এই প্রথম প্রকাশ্যে আসেন। সাক্ষাত্কারে জানান, মুসলিম হোক অমুসলিম, নিরপরাধ মানুষকে হত্যা করা ইসলাম বিরোধী।
আইসিসের মতো খ্রীষ্টান ধর্মকে ভুল বুঝে পশ্চিমী দেশগুলির নীতিকেও সমালোচনা করেন মউরিতানি। একসময় আলকায়দা গোষ্ঠীর ধর্ম উপদেষ্টা হয়ে কাজ করেছেন। কিন্তু ২০০১ ওসামা বিন লাদেনের সঙ্গে মতবিরোধ হলে তিনি বেরিয়ে আসেন। লাদেন চেয়েছিলেন, সাধারণ মানুষকে আক্রমণ করে লড়াই চালিয়ে যাবে। এরপর আলকায়দার ২৬/১১ আক্রমণের পর মউরিতানি পালিয়ে আসেন ইরানে। সেখানে দশ বছর জেল খেটেছেন।