ইসলাম না বুঝে সন্ত্রাস চালাচ্ছে আইসিস, তোপ একদা লাদেনের ধর্ম উপদেষ্টা মউরিতানি
"ইসলাম বুঝতে ভুল করছে আইসিস" এমনই বার্তা দিয়ে প্যারিস হামলাকে তীব্র নিন্দা করলেন ওসামা বিন লাদেনের প্রাক্তন ধর্ম উপদেষ্টা আবু হাফস অল-মউরিতানি। একটি ইংরেজি টেলিভিশন চ্যানেলে এই প্রথম প্রকাশ্যে আসেন। সাক্ষাত্কারে জানান, মুসলিম হোক অমুসলিম, নিরপরাধ মানুষকে হত্যা করা ইসলাম বিরোধী।
Updated By: Nov 22, 2015, 05:00 PM IST
