ফ্রান্সের প্রেসিডেন্ট ভোটে সোশ্যালিস্ট পার্টির প্রার্থী ফ্রাঙ্কো হল্যান্দি
ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী সোশ্যালিস্ট পার্টির প্রার্থী হচ্ছেন ফ্রাঙ্কো হল্যান্দি। আগামী ২০১২ সালের নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি হতে পারেন তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী।
ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী সোশ্যালিস্ট পার্টির প্রার্থী হচ্ছেন ফ্রাঙ্কো হল্যান্দি। আগামী ২০১২ সালের নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি হতে পারেন তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী। সোমবার দলীয় প্রাইমারির ভোটাভুটিতে প্রতিদ্বন্দ্বী মার্টিন আউরির বিরুদ্ধে জয়লাভ করেছেন হল্যান্দি। এই মার্কিন রীতি মেনে দলীয় প্রাইমারিতে নির্বাচনের মাধ্যমে প্রার্থী নির্বাচনের রাস্তায় হাঁটল সোশ্যালিস্ট পার্টি। প্রাইমারির ভোটাভুটিতে অংশ নেন প্রায় ২৮ লক্ষ ভোটার। প্রাথমিক ভাবে আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারের প্রাক্তন প্রধান দমিনিক স্তাউস কানের নাম প্রেসিডেন্ট পদের প্রার্থী হিসেবে বিবেচনা করেছিল সোশ্যালিস্ট নেতৃত্ব। কিন্তু নিজের নাম যৌন কেলেঙ্কারিতে উঠে আসায় লড়াই থেকে সরে আসেন কান।