জার্মানিতে করোনার তৃতীয় ঢেউ, ইতালিতে আশঙ্কা লকডাউনের
ইতালিতে লকডাউন হতে পারে আগামী ইস্টারে।
নিজস্ব প্রতিবেদন: প্রথম, দ্বিতীয় তো হল। এবার কি তৃতীয় ঢেউ? অন্তত সেইরকমটাই অবস্থা ইতালি-জার্মানিতে।
নতুন স্ট্রেনের (new strain) জেরে ইতালিতে (Italy) সংক্রমণ ফের বাড়ছে। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আগেই গোটা দেশকে 'রেড জোন' (red zone) ঘোষণা করতে চলেছে সে দেশের সরকার। সতর্ক জার্মানিও।
আরও পড়ুন: চন্দ্রপৃষ্ঠে স্পার্মব্যাঙ্ক! চাঁদের ভল্টে থাকবে পৃথিবীর শুক্রাণু-ডিম্বাণু
ইতালির স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, মন্ত্রিসভা আনুষ্ঠানিক ছাড়পত্র দিলেই ৩ এপ্রিল থেকে ৫ এপ্রিল লকডাউন (lockdown) হতে পারে গোটা দেশে। বৃহস্পতিবার এক দিনে ২৫ হাজার ইতালিবাসী নতুন করে করোনা-আক্রান্ত (covid positive)হয়েছেন। হাসপাতালে শয্যার টানাটানি। 'ইন্টেনসিভ কেয়ার ইউনিটে'র উপর চাপ বাড়ছে। আর সেই সঙ্গে তাঁদের তাড়া করছে গত বছরের ভয়-জাগানো স্মৃতি।
জার্মানির (germany) অবস্থাও তথৈবচ। সেদেশের তরফে জানানো হয়েছে, তারা নিশ্চিত তাদের দেশে শুরু হয়েছে করোনার তৃতীয় ঢেউ। German Chancellor Angela Merkel-এর আগেও দেশবাসীকে করোনা নিয়ে সতর্ক করেছিলেন।
আরও পড়ুন: ভয়ঙ্কর তিমির হাত থেকে পেঙ্গুইনকে বাঁচালেন পর্যটকেরাই