ডুডলের মাধ্যমে বাস্কেটবলের আবিষ্কারককে শ্রদ্ধা গুগলের

ছিলেন স্কুলের শারীরশিক্ষার শিক্ষক, হয়ে গেলেন স্বয়ং এক খেলার আবিষ্কারক।

Updated By: Jan 15, 2021, 01:12 PM IST
ডুডলের মাধ্যমে বাস্কেটবলের আবিষ্কারককে শ্রদ্ধা গুগলের

নিজস্ব প্রতিবেদন: ছিলেন স্কুলের শারীরশিক্ষার শিক্ষক, হয়ে গেলেন স্বয়ং এক খেলার আবিষ্কারক। শুক্রবার তাঁকেই সম্মান জানাল গুগল।

কানাডিয়ান-আমেরিকান জেমস নাইস্মিথ (Canadian-AmericanJames Naismith) ছিলেন শারীরশিক্ষার টিচার ( physical educator)। হয়তো বাচ্চাদের নিয়ে কী খেলা যায়, এই ভাবনাই তাঁকে দিয়ে একদিন বাস্কেটবলের (basketball) মতো আনকোরা একটি খেলা আবিষ্কার করিয়ে নেয়। এই ঘটনাকে মনে রেখে গুগল (google) একটি ডুডলের মধ্যে দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাস্কেটবল আবিষ্কর্তা জেমস নাইস্মিথ (James Naismith)-কে। 

গুগল একটি অ্যানিমেশনের (An animated creation) সাহায্যে শ্রদ্ধা জানিয়েছে নাইস্মিথকে। অ্যানিমেশনটিতে দেখা যাচ্ছে, দু'টি বাচ্চা জালে (hoop) বল ছুঁড়ছে, আর নাইস্মিথের মতো দেখতে এক ব্যক্তি দাঁড়িয়ে সেটি দেখছেন। পৃথিবীর ক্রীড়াজগতের ইতিহাসে অতি বিরল ঘটনা সন্দেহ নেই। স্বয়ং একটি নতুন খেলার জন্ম দেওয়া যে কোনও ব্যক্তির পক্ষেই দারুণ ব্যাপার। আজ বাস্কেট বল অতি জনপ্রিয় ও বহু চর্চিত একটি খেলা। সেই খেলাটির জনককেই শুক্রবার সম্মান জানাল গুগল।  

Also Read: ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, মৃত ৭ আহত কয়েকশো

.