Himalaya Ice Melting: বরফ গলছে হিমালয়ের! লাল সর্তকতা জারি বিজ্ঞানীদের

হিমালয়, বিশ্বের তৃতীয় বৃহত্তম তুষার ভান্ডার। দ্য স্টেট অফ ইন্ডিয়া এনভায়রনমেন্ট  ২০২৪-এর রিপোর্টে প্রকাশ করেছে যে, হিমালয় ২০১৩ থেকে ২০২২ সাল পর্যন্ত ভারতের প্রাকৃতিক দুর্যোগের কারণে ৪৪ শতাংশ ক্ষতি হয়েছে।

Updated By: Mar 1, 2024, 04:22 PM IST
Himalaya Ice Melting: বরফ গলছে হিমালয়ের! লাল সর্তকতা জারি বিজ্ঞানীদের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হিমালয়, বিশ্বের তৃতীয় বৃহত্তম তুষার ভান্ডার। দ্য স্টেট অফ ইন্ডিয়া এনভায়রনমেন্ট  ২০২৪-এর রিপোর্টে প্রকাশ করেছে যে, হিমালয় ২০১৩ থেকে ২০২২ সাল পর্যন্ত ভারতের প্রাকৃতিক দুর্যোগের কারণে ৪৪ শতাংশ ক্ষতি হয়েছে।

এই রিপোর্টে আরও দেখা গিয়েছে, এই পরিস্থিতি সৃষ্টির ফলে হিমালয় অঞ্চলে বন্যা, ভূমিধস এবং বজ্রঝড়ের ক্রমবর্ধমান তীব্রতা এবং ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে। ভূপৃষ্ঠের তাপমাত্রার দ্রুত বৃদ্ধির জন্য হিমালয়ের উপরের অংশে গ্লেসিয়ার হিমবাহ ৬৫ শতাংশ গলছে।  

আরও পড়ুন: Pakistani Singer Slaps Comedian: 'হানিমুন' নিয়ে মজা করতেই চড় সঞ্চালককে! ভাইরাল পাক গায়িকা...

সিএসই-এর পরিবেশ সম্পদ ইউনিটের প্রধান কিরণ পান্ডে এই পরিস্থিতির মাধ্যাকর্ষণকে জোর দিয়ে বলেছেন, 'হিমালয়ে ঘটা বিপর্যয়গুলি আরও ঘন ঘন ঘটছে। শুধু তাই নয় সেই বিপর্যয় আরও গুরুতর হয়ে উঠছে। যার ফলে প্রচুর প্রাণহানি এবং সম্পত্তির ক্ষতি হচ্ছে।'

হিমালয়ের এমন পরিস্থিতির জেরে বিপদে পড়তে পারে ২ বিলিয়ন মানুষ। বিজ্ঞানীরা জানিয়েছেন যে উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে পাহাড়ে বসবাসকারী মানুষরা। বিশেষ করে এশিয়ায় যারা এই হিমবাহের জলের উপর নির্ভরশীল।

যখনই এই হ্রদগুলি ভর্তি হয়ে বন্যার সৃষ্টি করে। তখন ক্লাউড বিস্ফোরণের ফলে নতুন হিমবাহী হ্রদের উত্থান হয়। যার ফলে ঝুঁকিকে আরও বাড়িয়ে দেয়। 
জলবায়ু পরিবর্তন হিমালয়ের গাছপালা রেখায় পরিবর্তনের সূত্রপাত করেছে, প্রতি দশকে ১১ থেকে ৫৪ মিটার উল্লেখযোগ্য স্থানান্তর।

হিমালয় অঞ্চলের কৃষি ৯০ শতাংশ বৃষ্টিপাতের উপর নির্ভর করে। এটি কেবল এই অঞ্চলের বাসিন্দাদের জন্য অসুবিধার সৃষ্টি করে না। বরং হিমালয়ের জল সম্পদের উপর নির্ভরশীল নিম্নধারার জনসংখ্যার জন্য ক্ষতিকর।

আরও পড়ুন: Isarel-Palestine War: দুর্ভিক্ষে দীর্ণ গাজায় ত্রানের লাইনে গুলি ইজরায়েলের, নিহত অন্তত ১০০

রিপোর্টে দেখা গিয়েছে, বরফ গলে যাওয়া ছাড়াও, হিমালয় পারমাফ্রস্টের হ্রাস অনুভব করছে। স্থায়ীভাবে হিমায়িত অঞ্চল, বিশেষ করে পশ্চিম অঞ্চলে, যেখানে ২০০২-২০০৪ এবং ২০১৮-২০ এর মধ্যে প্রায় ৮,৩৪০ বর্গ কিলোমিটার হারিয়ে গিয়েছে। এই বরফ গলানো ভূমিধসে যার ফলে ব্যাপক অবকাঠামোগত ক্ষতির ঝুঁকি বেড়ে যায়।

সাম্প্রতিক রিপোর্টে বিজ্ঞানীরা কঠোর সতর্কতা জারি করেছে। তারা জানিয়েছেন, যদি বর্তমান গতিপথ অব্যাহত থাকে, হিমালয়ের ৪০ শতাংশ বরফ ইতিমধ্যে হারিয়ে গেছে , তবে এই শতাব্দীর শেষের দিকে আরও ৭৫ শতাংশ অদৃশ্য হয়ে যেতে পারে। 

বিপর্যয় এড়াতে শীর্ষ মহলকে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। ICIMOD-এর ডেপুটি ডিরেক্টর জেনারেল ইজাবেলা কোজিয়েল বলেছেন, 'বিপর্যয়ের বিরুদ্ধে আমাদের শীঘ্রই পদক্ষেপ নিতে হবে।'

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.