close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

হাউডি মোদী অনুষ্ঠানে জাতীয় সংগীত গাইবেন বিশেষভাবে সক্ষম স্পর্শ শাহ

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউজার্সির বাসিন্দা ১৬ বছরের স্পর্শ গায়ক, গীতিকার ও অনুপ্রেরণাদায়ী বক্তা।

Updated: Sep 22, 2019, 08:17 PM IST
হাউডি মোদী অনুষ্ঠানে জাতীয় সংগীত গাইবেন বিশেষভাবে সক্ষম স্পর্শ শাহ

নিজস্ব প্রতিবেদন: কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে হাউডি মোদী মেগা ইভেন্ট। পঞ্চাশ হাজার মানুষের সামনে হাজির হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর উপ্স্থিতিকে সম্মান জানাতেই অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত গাইবেন টেক্সাস নিবাসী ভারতীয় বংশোদ্ভূত বিশেষ ভাবে সক্ষম কিশোর স্পর্শ শাহ।

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউজার্সির বাসিন্দা ১৬ বছরের স্পর্শ গায়ক, গীতিকার ও অনুপ্রেরণাদায়ী বক্তা। তবে তিনি   অস্টিওজেনেসিস ইমপারফেক্টা অসুখে আক্রান্ত। এই জটিল রোগে শরীরের হাঁড় কমজোর হয়, সহজেই ভেঙে যায়। গত কয়েক বছরে স্পর্শের ১৩০-এর বেশি হাঁড় ভেঙেছে। তবে জটিল রোগ তাঁর ইচ্ছাশক্তিকে দমাতে পারেনি। এমিনেমের মতো গান গেয়ে ভুবন মাতিয়ে দেওয়ার স্বপ্ন দেখেন স্পর্শ শাহ। সেই স্পর্শই হাউডি মোদী অনুষ্ঠানে গাইবেন ভারতের জাতীয় সংগীত।               

স্পর্শ জানিয়েছেন, এত লোকের সামনে জাতীয় সংগীত গাওয়াটা বড় ব্যাপার। জনগণমন গাওয়ার জন্য উদগ্রীব হয়ে রয়েছি। নরেন্দ্র মোদীকে ম্যাডিসন স্কোয়্যারে প্রথম দেখেছিলাম। ওনার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। কিন্তু টিভিতেই ওনাকে দেখতে হয়েছে।      

বলে রাখি, তিন বছর বয়স থেকে গানের তালিম নিচ্ছেন স্পর্শ। এমিনেমের নট অ্যাফ্রেড গানটি গেয়ে ব্যাপক প্রশংসা পান স্পর্শ। স্বাধীনতা দিবসে স্পর্শ গেয়েছিলেন, শুনো গর সে দুনিয়াবালো...

আরও পড়ুন- হাউডি মোদী: মার্কিন মুলুকে মোদীর মেগা শোয়ে প্রায় ২ ঘণ্টা থাকবেন ট্রাম্প