Lost Ring: পাওয়া গেল ১৯৪৩ সালের হারিয়ে যাওয়া সোনার আংটি!

খোঁজ মিলল আংটি-মালিকের। তিনি নিজেও বিষয়টিতে অভিভূত।

Updated By: Nov 26, 2021, 05:17 PM IST
Lost Ring: পাওয়া গেল ১৯৪৩ সালের হারিয়ে যাওয়া সোনার আংটি!

নিজস্ব প্রতিবেদন: মিলল ৭০ বছর আগের হারিয়ে যাওয়া আংটি! অসম্ভব একটা ব্যাপার। কখনও ঘটেনিই। ঘটনাটা ঘটিয়েছে কেলি স্টুয়ার্ট। 

১৯৪৩ সালের হারিয়ে যাওয়া সোনার আংটি খুঁজে পেয়েছেন তিনি। ১০ ক্যারটে সোনার ওই আংটির বিশেষত্ব হল সেটি  কলোরাডো স্কুল অফ মাইনসের স্মৃতিচিহ্ন বহন করছে!

রাইখফিল্ডের বাসিন্দা কেলি স্টুয়ার্ট তাঁর মেটাল ডিটেক্টরের সাহায্যে একটি পরিত্যক্ত বাড়ির উঠোনে আংটিটির খোঁজ পান। তবে এটি তিনি পেয়েছিলেন ২০১৯ সালে। কিন্তু অনেক খুঁজেও আংটির মালিকের সন্ধান পাচ্ছিলেন না। স্টুয়ার্ট জানান, আংটির গায়ে খোদাই করে 'আর.ডব্লিউ.ডি' লেখা ছিল। অবশেষে এর সূত্রেই তিনি ইন্টারনেটে সংশ্লিষ্ট ব্যক্তিকে খুঁজতে শুরু করেন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্ম থেকেও এ সংক্রান্ত খোঁজখবর করেন। 

অবশেষে খোঁজ মেলে আংটি-মালিকের। রিচার্ড ইউলিয়াম ডেনেক। ডেনেকর সঙ্গে যোগাযোগ করেন। ডেনেক নিজেও বিষয়টিতে অভিভূত। ডেনেক জানান, তিনি ১৯৪৩ সালে কিছুদিনের জন্য রাইখফিল্ডে ছিলেন, তখনই কোনও ভাবে আংটিটি হারিয়ে ফেলেছিলেন। তিনি 'কলোরাডো স্কুল অব মাইনসে'র শিক্ষার্থী ছিলেন। আংটিটি ওই শিক্ষাপ্রতিষ্ঠানের 'ক্লাস রিং'।

(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

আরও পড়ুন: Great Barrier Reef: এবার শুক্রাণু ডিম্বাণু নিঃসরণ করতে শুরু করেছে মৃতপ্রায় এই প্রাণী!

.