India-Qatar LNG Deal: কাতার থেকে সস্তায় গ্যাস কিনল ভারত, কপাল ফিরবে মধ্যবিত্তের?

কাতার বা ভারত কেউই ওই ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ প্রকাশ করেনি। ওই প্রাক্তন নৌসেনারা কাতারের একটি বেসরকারি সংস্থা দাহরা গ্লোবালের জন্য কাজ করতেন। কিন্তু সূত্র মারফৎ জানা গিয়েছে জানিয়েছে যে ওই ব্যক্তিদের বিরুদ্ধে ইজরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ করা হয়েছে।

Updated By: Feb 13, 2024, 04:11 PM IST
India-Qatar LNG Deal: কাতার থেকে সস্তায় গ্যাস কিনল ভারত, কপাল ফিরবে মধ্যবিত্তের?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কাতারের একটি আদালত অনির্দিষ্ট অভিযোগের জন্য মৃত্যুদণ্ডে দণ্ডিত থাকা আট প্রাক্তন ভারতীয় নৌ অফিসারকে মুক্তি দিয়েছে।

সোমবার দিল্লির বিদেশ মন্ত্রক এই খবর জানিয়েছে। এর মধ্যে সাতজন ইতিমধ্যেই ভারতে ফিরে এসেছেন।

জানুয়ারিতে, কর্তৃপক্ষ জানিয়েছিল যে তাদের মৃত্যুদণ্ডকে ‘বিভিন্ন’ দৈর্ঘ্যের কারাদণ্ডে রূপান্তরিত করা হয়েছে।

কাতার বা ভারত কেউই ওই ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ প্রকাশ করেনি। ওই প্রাক্তন নৌসেনারা কাতারের একটি বেসরকারি সংস্থা দাহরা গ্লোবালের জন্য কাজ করতেন।

কিন্তু সূত্র মারফৎ জানা গিয়েছে জানিয়েছে যে ওই ব্যক্তিদের বিরুদ্ধে ইজরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুন: US Baby Death: খাটের বদলে 'আভেনে' একরত্তি! গ্রেফতার অভিযুক্ত মা

দিল্লির বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে বলেছে, ‘এই নাগরিকদের মুক্তি এবং স্বদেশে ফিরিয়ে আনার জন্য আমরা কাতারের আমিরের সিদ্ধান্তের প্রশংসা করছি’।

২০২২ সালে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের শিরোনামে উঠে আসে প্রাক্তন নৌসেনাদের গ্রেফতার হওয়ার এই খবর।

ভারত গত বছরের অক্টোবরে বলেছিল যে কাতারের ফার্স্ট ইনস্ট্যান্স আদালত ওই ব্যক্তিদের মৃত্যুদণ্ড দেওয়ার পরে ভারত ‘গভীরভাবে হতবাক’ হয়েছিল।

পরে ভারতের বিদেশ মন্ত্রক এই সাজার বিরুদ্ধে আপিল করে।

ভারত ও কাতার ঘনিষ্ঠ মিত্র। দিল্লি সম্প্রতি ২০৪৮ সালের শেষ পর্যন্ত দোহা থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানির জন্য ৭৮ বিলিয়ন মার্কিন ডলারের (৬২ বিলিয়ন পাউন্ড) চুক্তি স্বাক্ষর করেছে। ভারতীয় মুদ্রায় এই চুক্তির মূল্য প্রায় ৬৪ কোটি টাকা।

আরও পড়ুন: Pakistan Election 2024: জেলে থেকেও প্রবল প্রভাব ইমরানের, পাক ভোটে বিপুল জয় পিটিআই সমর্থিত নির্দলদের

ওই ব্যক্তিদের দোষী সাব্যস্ত করা সংক্ষিপ্তভাবে দুই দেশের মধ্যে সম্পর্ককে বিঘ্নিত করেছিল তবে বিশেষজ্ঞরা বলছেন যে দীর্ঘস্থায়ী কূটনৈতিক প্রচেষ্টার ফলে ওই ব্যক্তিদের মুক্তি দেওয়া হয়েছে।

ডিসেম্বরে, ভারতের বিদেশ মন্ত্রক বলেছিল যে কাতারে তার রাষ্ট্রদূত জেলে থাকা ওই ব্যক্তিদের সঙ্গে দেখা করেছেন।

সেই মাসের শেষের দিকে, মন্ত্রক জানিয়েছিল যে কাতারের আপিল আদালত তাদের মৃত্যুদণ্ড কমিয়েছে।

জানুয়ারিতে, মন্ত্রকের একজন মুখপাত্র নিশ্চিত করেন যে সকলের মৃত্যুদণ্ডকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ডে রূপান্তরিত হয়েছে। কিন্তু কারাগারের তরফে মেয়াদের পরিমাণ প্রকাশ করা হয়নি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp)

 

.