জামিন পেলেন জিয়া

এদিন খালেদা জিয়ার বয়স ও শারীরিক অবস্থার কথা বিচার করেই অন্তর্বর্তীকালীন জামিনের আবেদনে সাড়া দিয়েছে আদালত।

Updated By: Mar 12, 2018, 04:03 PM IST
জামিন পেলেন জিয়া

নিজস্ব প্রতিবেদন: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন পেলেন খালেদা জিয়া। এই মামলায় সোমবার বিএনপির চেয়ারপার্সনকে ৪ মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট।

প্রথম আলো সূত্রে খবর, এদিন খালেদা জিয়ার বয়স ও শারীরিক অবস্থার কথা বিচার করেই অন্তর্বর্তীকালীন জামিনের আবেদনে সাড়া দিয়েছে আদালত। বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং বিচারপতি সহিদুল করিমের ডিভিশন বেঞ্চে এই আবেদনের সুনানি হয়েছে। মক্কেল জামিন পাওয়ায় প্রত্যাশিতভাবেই খুশি হয়েছেন খালেদা জিয়ার আইনজীবী আবদুর রেজাক খান। তিনি জানিয়েছেন, "বিচার প্রক্রিয়া মেনে জামিন মেলায়, তাঁরা সন্তুষ্ট"।

আরও পড়ুন- কাঠমান্ডুতে ভেঙে পড়ল বাংলাদেশি উড়ানসংস্থার বিমান, হত ৫০

উল্লেখ্য, জিয়া অর্ফানেজ ট্রাস্টের নাম করে সরকারি টাকা আত্মসাতের অভিযোগে গত ৮ ফেব্রুয়ারি ৫ বছরের সশ্রম কারাদণ্ডের শাস্তি দেওয়া হয় খালেদা জিয়াকে। শুধু খালেদা জিয়াই নন, তাঁর ছেলে তারেক রহমান-সহ মামলায় যুক্ত আরও ৫ আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা শোনানো হয়। তবে তারেক রহমান এখনও পলাতক।

.