ইরাকে IS হানা, আত্মঘাতী বোমা বিস্ফোরণে এখনও মৃত ৩০
আহত ৫০-এর বেশি।
নিজস্ব প্রতিবেদন: ঈদের আগে ইরাকে ভয়াবহ জঙ্গি হামলা। সোমবার রাতে বাগদাদের সদর সিটির একটি জনবহুল বাজারের আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা। হালায় এখনও পর্যন্ত মৃত ৩০। তবে আরও বাড়তে পারে মৃতের সংখ্যা। হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটস (IS)।
ঈদের উৎসবে মেতে ওঠার প্রস্তুতি নিচ্ছে ইরাক। তার আগেই এই ভয়াবহ হামলা আতঙ্ক তৈরি করেছে। হামলার ঘটনায় এখন পর্যন্ত ৫০ জনের বেশি মানুষ আহত হয়েছেন বলে খবর। মৃতদের মধ্যে রয়েছেন আট জন মহিলা এবং ৭ জন শিশু। ভবিষ্যতে আরও বাড়তে পারে হতাহতের সংখ্যা। এই হামলার ঘটনার নিন্দা করেছেন ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহা। ঘটনার পরক্ষণের একটি জরুরি বৈঠক করেন ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-খাদেমি।
আরও পড়ুন: লস্কর-ই-তৈবা, জইশ-ই-মহম্মদের সঙ্গে সম্পর্ক নেই, পাক জঙ্গি গোষ্ঠীযোগ অস্বীকার তালিবানের
আরও পড়ুন: ব্রিটেনের কোভিডবিধি প্রত্যাহার বিশ্বের পক্ষে বিপজ্জনক, উদ্বেগ ১২০০ বিজ্ঞানীর
ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ঘটনার মুহূর্তের ভিডিয়ো। ইরাকের অন্তর্দেশীয় মন্ত্রী জানান, আইইডি-র মাধ্যমে বিস্ফোরণটি ঘটানো হয়েছে। বিস্ফোরণের ঘটনার তদন্ত শুরু করেছে বাগদাদ অপারেশন কমান্ড দফতর।