ভারতের মানচিত্র থেকে কাশ্মীর-অরুণাচলকে মুছে দিল চিন!

বিদেশের মাটিতে সন্দীপের মতো অনেক প্রবাসী ভারতীয় এমন ঘটনার সাক্ষী থেকেছেন। ইউনিভার্সিটি অব টর্নেটোর প্রফেসর সাধনা জোশী দাবি করেন এমনই একটি বিকৃত গ্লোব কিনেছিলেন তিনি।

Updated By: Jan 4, 2018, 04:52 PM IST
ভারতের মানচিত্র থেকে কাশ্মীর-অরুণাচলকে মুছে দিল চিন!
প্রতীকী ছবি।

নিজস্ব প্রতিবেদন: বিশ্বের সামনে ভারতের 'বিকৃত' মানচিত্র তুলে ধরল চিন। ভারত থেকে কাশ্মীর, অরুণাচল প্রদেশ বাদ দিয়ে বিশ্ব বাজারে নয়া গ্লোব বিক্রি করছে চিন। এমনই চিনা গ্লোব দেখা গেল টর্নেটোর একটি শপিংমলে।

কানাডায় সন্দীপ দেসওয়াল নামে এক প্রবাসী ভারতীয় জানান, বর্ষবরণের রাতে ম্যালটনের একটি শপিংমলে কিছু কেনাকাটা করতে গিয়েছিলেন তিনি। সেখান থেকে মেয়ের জন্য একটি গ্লোব কেনেন তিনি। সেই গ্লোব বাড়িতে নিয়ে এসে তিনি দেখেন,  ভারতের মানচিত্র থেকে জম্মু ও কাশ্মীরকে আলাদা করে দেখানো হয়েছে সেখানে। তত্ক্ষণাত্ সেই স্টোরে গিয়ে অভিযোগও জানান সন্দীপ। যদিও এ ব্যাপারে কোনও কথা বলতে চায়নি স্টোর কর্তৃপক্ষ। সন্দীপ বলেন, "মানচিত্রে এমন ভুল  থাকলে ভারত সম্পর্কে মেয়ের কী ধারনা  তৈরি হবে! পরবর্তী প্রজন্মও বা কী শিখবে? ভীষণ দুর্ভাগ্যজনক বিষয় এটি।"

আরও পড়ুন- ভারতের হাতেই নিগৃহত হয়েছে আমার পরিবার, পাক ভিডিওয় দাবি কুলভূষণের

বিদেশের মাটিতে সন্দীপের মতো অনেক প্রবাসী ভারতীয় এমন ঘটনার সাক্ষী থেকেছেন। ইউনিভার্সিটি অব টর্নেটোর প্রফেসর সাধনা জোশী দাবি করেন এমনই একটি বিকৃত গ্লোব কিনেছিলেন তিনি। সেখানেও জম্মু ও কাশ্মীরকে 'বিতর্কিত জায়গা' হিসাবে দেখানো হয়েছে। তাঁর কথায়, "আমাদের দেশকে এভাবে দু'ভাগ করে দেখানো কখনওই মেনে নেওয়া যায় না।" এমনই আরও একটি গ্লোবে দেখা গিয়েছে জম্মু ও কাশ্মীর-সহ অরুণাচল প্রদেশকেও বাদ দেওয়া হয়েছে। এই সব গ্লোবগুলি চিন থেকেই রপ্তানি হয় বলে দাবি করেছেন স্থানীয় দোকানদাররা।

আরও পড়ুন- অন্ধের মতো বিশ্বাস করা উচিত নয় মার্কিন যুক্তরাষ্ট্রকে: পাকিস্তান

সংবাদমাধ্যম সূত্রে খবর, মানচিত্র বিতর্ক সামনে আসতেই গ্লোব বিক্রি বন্ধ করেছে বেশ কিছু দোকানদার। আবার অনেকে গ্লোবগুলিকে পরীক্ষা করতে সংশ্লিষ্ট দফতরে পাঠিয়েছেন বলেও জানা যাচ্ছে।

.