গল্ফ খেলতে গিয়ে লাইভ 'জুরাসিক পার্ক' দেখলেন এক ব্যক্তি!
গল্ফ কোর্সে প্র্যাকটিস করতে করতে হঠাত্ মনে হচ্ছিল যেন সামনে থেকে লাইভ জুরাসিক পার্ক দেখছেন। এমনই অভিজ্ঞতা ফ্লোরিডার এক ব্যক্তির। শুধু তাই নয়, কোনওরকম ভয় ছাড়াই একেবারে দুলকি চালে সামনে দিয়ে হেঁটে চলে গেল দৈত্যাকার এক অ্যালিগেটর!
ওয়েব ডেস্ক: গল্ফ কোর্সে প্র্যাকটিস করতে করতে হঠাত্ মনে হচ্ছিল যেন সামনে থেকে লাইভ জুরাসিক পার্ক দেখছেন। এমনই অভিজ্ঞতা ফ্লোরিডার এক ব্যক্তির। শুধু তাই নয়, কোনওরকম ভয় ছাড়াই একেবারে দুলকি চালে সামনে দিয়ে হেঁটে চলে গেল দৈত্যাকার এক অ্যালিগেটর!
আমরা প্রায় সবাই 'জুরাসিক পার্ক' সিনেমাটা দেখেছি। কিন্তু ফ্লোরিডার ওই ব্যক্তি এদিন ডাইনোসরের আকারে কুমীরটিকে দেখে ভেবেছিলেন তিনি লাই জুরাসিক পার্ক দেখছেন। দৈত্যাকার কুমীরটি আন্দাজ ১৫ থেকে ১৬ ফুট লম্বা। তবে কুমীরটি কাউকে বির্কত না করেই নিজের মতো হেঁটে চলে গেল। কুমীরটির আকার ও আয়তন দেখে সেটিকে বিশ্বের সবথেকে বড় কুমীর বলে মনে করা হচ্ছে।