মক্কার মসজিদে ক্রেন ভেঙে মৃত ৬৫, আহত ১৫৪
মুসলিমদের পবিত্র ধর্মস্থান মক্কাতে ক্রেন ভেঙে মৃত ৬৫, আহত ১৫৪। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রক।
ওয়েব ডেস্ক: মুসলিমদের পবিত্র ধর্মস্থান মক্কাতে ক্রেন ভেঙে মৃত ৬৫, আহত ১৫৪। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রক।
ক্রেন ভেঙে পড়ার সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে শেষ পাওয়া ছবি দেখে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিকরা মনে করছে মক্কায় মসজিদের ছাদের সঙ্গে ক্রেনের একটি অংশের ধাক্কাতেই এই বিপত্তি। ভেঙে পড়েছে ক্রেনেরও একটি অংশ।
কিছুদিন পরেই মক্কায় অনুষ্ঠিত হবে পবিত্র হজ। সেজে উঠছিল মক্কা। প্রায় ১০ লক্ষ মানুষ মক্কায় হজ করতে আসেন। হঠাৎ এই দূর্ঘটনায় প্রশ্নের মুখে হজ উপলক্ষে মক্কার ব্যবস্থাপনা।
বিবিসি সংবাদ সংস্থার প্রতিবেদনের দাবি, মক্কার ওই 'গ্র্যান্ড মসজিদে' অনেক দিন ধরেই মেরামতির কাজ চলছিল। শুক্রবার মসজিদের ছাদের সঙ্গে ক্রেনের একটি অংশের ধাক্কাতেই এই দূর্ঘটনা ঘটে।