MH370 বিমানের ব্ল্যাক বক্স ফের সাড়া দিল! খোঁজ খোঁজ রব আরও জোরদার

গতকালের পর ফের আজ সকালে সমুদ্রের তলা থেকে রেডিয়ো সঙ্কেত মিলল। গতকাল মালয়েশিয়ার নিখোঁজ বিমানের সন্ধানে নেমে সমুদ্রের তলা থেকে রেডিয়ো সঙ্কেত পেল চিনা জাহাজ। মনে করা হচ্ছে ওই সঙ্কেত নিখোঁজ বিমানের ব্ল্যাক বক্সেরও হতে পারে। দক্ষিণ ভারত মহাসাগরে নিখোঁজ বিমানের খোঁজে টহল দিচ্ছিল চিনা জাহাজ হেক্সিয়াম জিরো ওয়ান।

Updated By: Apr 6, 2014, 12:03 PM IST

গতকালের পর ফের আজ সকালে সমুদ্রের তলা থেকে রেডিয়ো সঙ্কেত মিলল। গতকাল মালয়েশিয়ার নিখোঁজ বিমানের সন্ধানে নেমে সমুদ্রের তলা থেকে রেডিয়ো সঙ্কেত পেল চিনা জাহাজ। মনে করা হচ্ছে ওই সঙ্কেত নিখোঁজ বিমানের ব্ল্যাক বক্সেরও হতে পারে। দক্ষিণ ভারত মহাসাগরে নিখোঁজ বিমানের খোঁজে টহল দিচ্ছিল চিনা জাহাজ হেক্সিয়াম জিরো ওয়ান।

তল্লাশির সময় দক্ষিণ ভারত মহাসাগরে ৩৭.৫ কিলো হার্ডজ সঙ্কেত পায় ওই জাহাজ। যা নিখোঁজ বিমানের ব্ল্যাক বক্সেরও হতে পারে। সে অঞ্চলে ওই সঙ্কেত পাওয়া গিয়েছে তাঁর থেকে ৫৫ মাইল দূরে কিছু ভাসমান বস্তুর সন্ধান পাওয়া গিয়েছে। তবে গোটা বিষয়টি নিয়ে এখনই নিশ্চিত কিছু বলতে চায়নি উদ্ধারকারী দল।

.