Vulnerable to Flood: ২০৩০ সালের মধ্যে বিশ্বের আরও ২৫টি দেশ বন্যাকবলিত হবে

সম্প্রতি ভারত, চিন, জার্মানি ও বেলজিয়ামে ভয়াবহ বন্যা হয়েছে, বন্যায় ক্ষয়ক্ষতিও বেড়েছে।

Updated By: Aug 5, 2021, 11:49 PM IST
Vulnerable to Flood: ২০৩০ সালের মধ্যে বিশ্বের আরও ২৫টি দেশ বন্যাকবলিত হবে

নিজস্ব প্রতিবেদন: বিশ্বের আবহাওয়া পরিবর্তনের ফলে নানা অঘটন ঘটছে পরিবেশে। হিমবাহের গলন, ঝড়, বৃষ্টি, বন্যা-- কোনও কিছুই বাকি নেই। এক মার্কিন সংস্থার গবেষণায় উঠে এসেছে এই তথ্য যে,

জলবায়ু পরিবর্তনের কারণে গত দু'দশকে বিশ্ব জুড়ে  বন্যার ঝুঁকিতে থাকা মানুষের সংখ্যা ২৫ শতাংশ বেড়েছে। বন্যাপ্রবণ এলাকাগুলিতে বসবাসরত মানুষের সংখ্যা বেড়েছে ৮ কোটি ৬০ লাখ। স্যাটেলাইট তথ্যের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে মার্কিন (USA) এক গবেষণা প্রতিষ্ঠান।

আরও পড়ুন: Guy de Maupassant: ছোটগল্পের ঈশ্বর! অলৌকিক অক্ষরশিল্পী মপাসাঁ

কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আর্থ ইনস্টিটিউটের গবেষক ও বন্যা (Floods) বিশ্লেষণভিত্তিক প্রতিষ্ঠান ক্লাউড টু স্ট্রিটের সহপ্রতিষ্ঠাতা বেথ টেলম্যান বলেন, আগের তুলনায় ১০ গুণ বেশি মানুষ বন্যাকবলিত হওয়ার ঝুঁকিতে রয়েছে। জানা গিয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে বেড়ে যাওয়া নানা প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বন্যা সবচেয়ে বেশি বিপর্যস্ত করছে বিশ্বকে। সম্প্রতি ভারত, চিন, জার্মানি ও বেলজিয়ামে ভয়াবহ বন্যা হয়েছে। বন্যায় সেখানে ক্ষয়ক্ষতিও বেড়েছে। স্যাটেলাইট থেকে পাওয়া তথ্য বলছে, সাম্প্রতিক সময়ে লাতিন আমেরিকা ও মধ্যপ্রাচ্যের দেশগুলিতেও বন্যার পরিমাণ বাড়ছে। আশঙ্কা, ভবিষ্যতে আফ্রিকায় বন্যার কারণে প্রতিবছর ২৭ লাখ মানুষ ভিটেমাটি হারাবেন।

Nature জার্নালে প্রকাশিত একটি প্রবন্ধে এ বিষয়ে গবেষকেরা বিস্তারিত তথ্য তুলে ধরেছেন। তাঁরা জানান, ২০০০ থেকে ২০১৮ সাল পর্যন্ত বিশ্বে ২২ লাখ ৩০ হাজার বর্গকিলোমিটার অঞ্চল বন্যায় আক্রান্ত হয়েছে। এ কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ২৯ কোটি মানুষ। আশঙ্কা করা হচ্ছে, ২০৩০ সালের মধ্যে জলবায়ু পরিবর্তন ও মানুষের ভৌগোলিক স্থানান্তরের কারণে আরও ২৫টি দেশ বন্যাপ্রবণ (flood-prone areas) হয়ে উঠবে।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

আরও পড়ুন: Epic of Gilgamesh: দু'দশক আগে লুঠ হওয়া প্রত্নসামগ্রী ইরাককে ফেরাচ্ছে আমেরিকা

.