বুধের বুকে আছড়ে পড়ল নাসার মহাকাশযান
ওয়েব ডেস্ক: নাসার একটি মহাকাশযান আছড়ে পড়ল বুধের বুকে। টানা ১১ বছরের সফল মিশনের পর জ্বালানীর অভাবে গত কাল বুধের পৃষ্ঠে ভেঙে পড়ে এই মহাকাশযানটি।
এটিই প্রথম মহাকশযান যেটি বুধের কক্ষে সফলভাবে প্রবেশ করতে পেরেছিল। গতকাল বিকেল ৩টে ২৬ নাগাদ বুধের বুকে আছড়ে পড়ার আগে টুইটারে নিজের অন্তিম ফেয়ারওয়েলের কথা ঘোষণা করে নাসার এই মহাকাশযান।
এই তিন মিটার লম্বা মহাকাশযানটি ২০০৪ সালে বুধের কক্ষের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল। এই যানটির সৌজন্যেই জানা গেছে ছোট্ট গ্রহ বুধের বুকে বরফের আকারে জমাট বেঁধে আছে জল। জানা গিয়েছিল বুধে রয়েছে বহু উদ্বায়ী উপকরণ।
Our @MESSENGER2011 by the numbers. The mission ended today after impacting Mercury's surface. http://t.co/5F9A5c1E2c pic.twitter.com/S8ujImHk4o
— NASA (@NASA) April 30, 2015