সাত সদ্যজাত সন্তানকে হত্যা করে কার্ড বোর্ডের বাক্সে বন্দি করে রাখল মা

নিজের সাত সদ্যজাত সন্তানকে হত্যা করে কার্ড বোর্ডের বাক্স বন্দি করে রেখেছিলেন মা। প্রায় আট বছর পর আমেরিকার উটার বাড়ির গ্যারাজ থেকে মিলল মৃতদেহগুলি। পুলিস অভিযুক্ত মেগান হান্টসম্যানকে গ্রেফতার করেছে। বছর তিনেক আগে ওই বাড়ি ছেড়ে চলে যান মেগান।

Updated By: Apr 14, 2014, 06:56 PM IST

নিজের সাত সদ্যজাত সন্তানকে হত্যা করে কার্ড বোর্ডের বাক্স বন্দি করে রেখেছিলেন মা। প্রায় আট বছর পর আমেরিকার উটার বাড়ির গ্যারাজ থেকে মিলল মৃতদেহগুলি। পুলিস অভিযুক্ত মেগান হান্টসম্যানকে গ্রেফতার করেছে। বছর তিনেক আগে ওই বাড়ি ছেড়ে চলে যান মেগান।

গ্যারেজ পরিস্কার করতে গিয়ে বাড়ির বর্তমান বাসিন্দা হঠাত্ একটি সদ্যোজাতের দেহ পান। খবর দেওয়া হয় পুলিসে। পুলিস এসে বাকি ছটি দেহ উদ্ধার করে। ১৯৯৬ থেকে ২০০৬-এর মধ্যেই এই সন্তানদের জন্ম দিয়েছিলেন মেগান। কিন্তু কেন এমন করলেন তিনি? তা অবশ্য জানতে পারেনি পুলিস। দীর্ঘদিন ধরেই ড্রাগ পাচারের অভিযোগে জেলে রয়েছেন মেগানের স্বামী। ঘটনাটি প্রকাশ্যে চলে আসার পর অবাক মেগানের প্রতিবেশীরাও। মিষ্টি স্বভাবের মেগান যে এমনটা করতে পারেন , ভাবতেও পারছেন না তাঁরা।

.