১১ মে থেকে ভারতে পরিষেবা বন্ধ করছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স
ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক ক্রমাগত খারাপের দিকে। আর তার জেরেই আগামী ১১ মে থেকে বন্ধ হতে চলেছে করাচি ও মুম্বইয়ের মধ্যে বিমান পরিষেবা।
ওয়েব ডেস্ক : ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক ক্রমাগত খারাপের দিকে। আর তার জেরেই আগামী ১১ মে থেকে বন্ধ হতে চলেছে করাচি ও মুম্বইয়ের মধ্যে বিমান পরিষেবা।
আরও পড়ুন- চিনের সঙ্গে বন্ধুতা বজায় রাখতে ভিক্ষুক হতে নারাজ উত্তর কোরিয়া
পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স-এর পক্ষ থেকে জানানো হয়ছে তাদের তরফে এই পরিষেবার জন্য আর নতুন কোনও বুকিং নেওয়া হচ্ছে না। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার করে করাচি থেকে মুম্বই আসত ওই সংস্থার বিমানটি।
তবে, সংস্থার তরফে দুই দেশের সম্পর্ক নিয়ে কোনও কথা বলা হয়নি। এমনকী এই সম্পর্কের জেরে বিমান পরিষেবা বন্ধ হয়েছে কী না তাও জানানো হয়নি।