৮৩ যাত্রী নিয়ে আফগানিস্তানের তালিবান প্রভাবিত ইয়াকে ভেঙে পড়ল বিমান

গজনির গভর্নরের মুখপাত্র আরিফ নুরি জানিয়েছেন, সোমবার বেলা ১টা ১০ নাগাদ বিমানটি তালিবান নিয়ন্ত্রিত ইয়াকে ভেঙে পড়ে

Updated By: Jan 27, 2020, 05:42 PM IST
৮৩ যাত্রী নিয়ে আফগানিস্তানের তালিবান প্রভাবিত ইয়াকে ভেঙে পড়ল বিমান

নিজস্ব প্রতিবেদন: পূর্ব আফগানিস্থানে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান। সোমবার গজনির ইয়াকে ৮৩ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ে আরিয়ানা এয়ার লাইন্সের  বিমানটি।

আরও পড়ুন-মুকেশ সিংয়ের আবেদনকে গুরুত্ব দিয়ে দ্রুত শুনতে হবে, বললেন প্রধান বিচারপতি

গজনির গভর্নরের মুখপাত্র আরিফ নুরি জানিয়েছেন, সোমবার বেলা ১টা ১০ নাগাদ বিমানটি তালিবান নিয়ন্ত্রিত ইয়াকে ভেঙে পড়ে। প্রসঙ্গত, বিমান ভেঙে পড়ার খবর স্বীকার করেছেন জগনির দুই জন প্রতিনিধিও।

আরও পড়ুন-বাড়িতেই রমরমিয়ে চলছিল দেহব্যবসা, হাতেনাতে পাকড়াও স্বামী-স্ত্রী

বিমানের যাত্রীদের মধ্যে কেউ বেঁচে রয়েছেন কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে কোনও কোনও মহলের খবর বিমানের সব যাত্রীরই মৃত্যু হয়েছে।  তবে এর মধ্যেই গজনির  গভর্নর ওয়াহিদুল্লা কালিমাজি জানিয়েছেন দুর্ঘটনাগ্রস্থ বিমানির ২ পাইলটের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

.