জি-২০ সামিটে ওসাকায় মোদী; ট্রাম্পের সঙ্গে বৈঠক শুক্রবার

তিন দিনের এই জি-২০ সামিটে ১০টি দ্বিপাক্ষিক বৈঠক করার কথা মোদীর।

Updated By: Jun 27, 2019, 10:43 AM IST
জি-২০ সামিটে ওসাকায় মোদী; ট্রাম্পের সঙ্গে বৈঠক শুক্রবার
ওসাকাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নিজস্ব প্রতিবেদন: বৃহস্পতিবার ভোরে জি-২০ সামিটে যোগ দিতে জাপানের ওসাকাতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট করে এ কথা জানান মোদী নিজে।

এই সামিটে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করবেন মোদী। শুক্রবার তাঁর বৈঠক হওয়ার কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। রাশিয়ার সঙ্গে এস-৪০০ এয়ার ডিফেন্স চুক্তি নিয়ে ভারতকে বার বার হুশিয়ারি দিয়েছে আমেরিকা। তাই মোদী-ট্রাম্পের বৈঠকেও এই প্রসঙ্গে কথা হতে পারে বলে মনে করছেন কূটনৈতিক মহলের একাংশ।

আরও পড়ুন: বিশ্বকাপে ভারতের অ্যাওয়ে জার্সি সাম্প্রদায়িক! মোদীর 'ষড়যন্ত্র' দেখছে সপা-কংগ্রেস

ট্রাম্প ছাড়াও চীনের রাষ্ট্রপতি শি জিংপিং এবং জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গেও বৈঠক করবেন মোদী। তিন দিনের এই জি-২০ সামিটে ১০টি দ্বিপাক্ষিক বৈঠক করার কথা মোদীর। জি-২০ সামিটে যোগ দিতে যাওয়ার আগে প্রধানমন্ত্রী বলেন, “২০২২ সালে ভারতেই হবে জি-২০ সামিট। ভারতের ৭৫তম স্বাধীনতা বর্ষে এক নতুন ভারতের লক্ষ্যে এগিয়ে যাব আমরা।”

.