Ukraine Attack: হুঁশিয়ারি ছিলই, এবার বদলা শুরু রাশিয়ার! গোলাবর্ষণে মৃত কমপক্ষে ২১, সঙ্গে বিস্ফোরণও...
Russian strikes on Ukraine's southern Kherson: যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, মস্কোর আকাশে ড্রোনের গতিবিধির সঙ্গে ইউক্রেনের কোনও যোগ নেই, তবুও তা অবিশ্বাস করে পাল্টা হামলা চালাচ্ছে রাশিয়া। কতদিন চলবে এই অচলাবস্থা?
রাশিয়ার মিসাইল হামলার সতর্কতায় অ্যালার্ট জারি করা হয়েছে কিয়েভ ও আরও কয়েকটি শহরে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার চেষ্টা করা হয়েছে, এই অভিযোগের পর থেকেই ইউক্রেনের উপরে হামলার মাত্রা বাড়িয়েছে মস্কো। যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, মস্কোর আকাশে ড্রোনের গতিবিধির সঙ্গে ইউক্রেনের কোনও যোগ নেই। তারা পুতিন বা মস্কো-- কাউকেই আক্রমণ করতে চায় না, শুধু নিজেদের জমি রক্ষা করতেই চায়।