বাংলাদেশে বিরোধী দলগুলির ডাকা হরতালের আজ দ্বিতীয়দিন

বাংলাদেশের বাংলাদেশে বিরোধী দলগুলির ডাকা হরতালের আজ দ্বিতীয় দিন। রবিবার হরতাল শুরুর দিনই হিংসা ছড়ায় বাংলাদেশের বিভিন্ন জায়গায়। দেশ জুড়ে বিক্ষিপ্ত সংঘর্ষে মৃত্যু হয় ছয় জনের। ফরিদপুরে নগরকান্দায় হরতাল সর্মথকদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। বেশ কয়েকটি জায়গায় আওয়ামী লিগের অফিসে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে।

Updated By: Oct 28, 2013, 05:25 PM IST

বাংলাদেশের বাংলাদেশে বিরোধী দলগুলির ডাকা হরতালের আজ দ্বিতীয় দিন। রবিবার হরতাল শুরুর দিনই হিংসা ছড়ায় বাংলাদেশের বিভিন্ন জায়গায়। দেশ জুড়ে বিক্ষিপ্ত সংঘর্ষে মৃত্যু হয় ছয় জনের। ফরিদপুরে নগরকান্দায় হরতাল সর্মথকদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। বেশ কয়েকটি জায়গায় আওয়ামী লিগের অফিসে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে।
বোমাবাজি হয় নির্বাচন কমিশন, সংসদ ভবনেও। এমাসেই বাংলাদেশে শেখ হাসিনা সরকারের মেয়াদ শেষ হচ্ছে। অবাধ এবং সুষ্ঠু সাধারণ নির্বাচনের দাবিতে তিন দিনের হলতালের ডাক দিয়েছে বিএনপি বিরোধী দলগুলি। নির্বাচন নিয়ে শেখ হাসিনা আলোচনায় বসার প্রস্তাব দিলেও তা খারিজ করে দিয়েছেন বিরোধী দলনেত্রী খালেদা জিয়া। তবে তিনদিনের হরতালের পর আলোচনা সম্ভব বলে জানিয়েছেন বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

.