চিনের দুই অঞ্চলে তীব্র ভূকম্প, মৃত্যু ২, আহত ২২

অসংখ্য মানুষকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে।

Updated By: May 22, 2021, 02:24 PM IST
চিনের দুই অঞ্চলে তীব্র ভূকম্প, মৃত্যু ২, আহত ২২

নিজস্ব প্রতিবেদন: পরপর কতগুলি কম্পন অনুভূত হল উত্তরপশ্চিম ও দক্ষিণপশ্চিম  চিনে। ২ জন মারা গিয়েছেন। 

শনিবার ভোরবেলায় চিনের (China) উত্তরপশ্চিম ও দক্ষিণপশ্চিম অংশে তীব্র মাত্রার কতগুলি কম্পন অনুভূত হল। চিনের প্রশাসনের মারফত  জানা গিয়েছে,Tibetan plateau-র Qinghai province এবং দক্ষিণপশ্চিম  চিনের Yunnan province এই ভূকম্পে (earthquake) কেঁপে ওঠে।  কম্পনগুলির কেন্দ্র খুব  গভীরে নয়। তাই ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারত বলেই অনুমান seismologistদের। 

আরও পড়ুন: দেড় লক্ষেরও কমে গোটা Russia ভ্রমণ, সঙ্গে Sputnik-V টিকা!

US Geological Survey-র তরফে জানানো হয়েছে, Yunnan-য়ে, দালি শহরের কাছে ৬.১ মাত্রার  (magnitude) কম্পন (quake) হয়। এর পার্বত্য এলাকায় অন্তত দু'জনের মৃত্যু ঘটেছে বলে জানা গিয়েছে। অন্ততপক্ষে ২২ জন আহত।

এর কয়েক ঘণ্টা পরেই  প্রায় ১৩০০  কিলোমিটার  দূরে ৭.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয় Qinghai province অঞ্চলে। এখানে মাত্র কয়েকটি বাড়ি ধসে যায়। 

দু'ক্ষেত্রেই আফটারশক আসে যথারীতি। দু'টি জায়গাতেই Emergency personnel পাঠানো হয়েছে। অসংখ্য মানুষকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে।

আরও পড়ুন: অবশেষে শাান্তি গাজায়, Ceasefire-য়ে সম্মতি ইজরায়েলের

.