আইন নিয়ে পড়ে এই মেয়ে যা করল তাতে বাকিদের সামনে বাড়ল কেরিয়ার অপশন

যুগের দাবি! আজকালকার ছেলেমেয়েদের নাকি খামখেয়ালি মনোভাব। সে যেভাবেই বলুন না কেন, এই মহিলার সিদ্ধান্তটা কিন্তু আপনাকে একটু ভাবাবে। পড়াশোনা করেছিলেন আইন নিয়ে। কিন্তু, আইন নিয়ে পড়ে সবাই যখন আইনজীবী হয়, বিচারক হয়, চোখে চশমা এঁটে মামলা মোকদ্দমার শুনানি শোনেন। এই মেয়ে সেসবের ধার ধারলেন না। আদালতের একদম উল্টো পথে হেঁটে তিনি হলেন 'ইনস্টাগ্রাম মডেল।' এটা এখন গোটা বিশ্বের কাছে বেশ লোভনীয় পেশা। মেলে খ্যাতি, যশ, আর বিপুল অর্থ। অস্ট্রেলিয়ার বাসিন্দা এই তরুণীর নাম পিয়া মুয়েলেনবেক।

Updated By: May 11, 2016, 07:59 PM IST
আইন নিয়ে পড়ে এই মেয়ে যা করল তাতে বাকিদের সামনে বাড়ল কেরিয়ার অপশন

ওয়েব ডেস্ক: যুগের দাবি! আজকালকার ছেলেমেয়েদের নাকি খামখেয়ালি মনোভাব। সে যেভাবেই বলুন না কেন, এই মহিলার সিদ্ধান্তটা কিন্তু আপনাকে একটু ভাবাবে। পড়াশোনা করেছিলেন আইন নিয়ে। কিন্তু, আইন নিয়ে পড়ে সবাই যখন আইনজীবী হয়, বিচারক হয়, চোখে চশমা এঁটে মামলা মোকদ্দমার শুনানি শোনেন। এই মেয়ে সেসবের ধার ধারলেন না। আদালতের একদম উল্টো পথে হেঁটে তিনি হলেন 'ইনস্টাগ্রাম মডেল।' এটা এখন গোটা বিশ্বের কাছে বেশ লোভনীয় পেশা। মেলে খ্যাতি, যশ, আর বিপুল অর্থ। অস্ট্রেলিয়ার বাসিন্দা এই তরুণীর নাম পিয়া মুয়েলেনবেক।

ইনস্টাগ্রামের প্রতি প্রেম একদম শুরু থেকেই। সেই কারণেই পড়ার পাট চুকিয়ে মডেলিং পেশায় নামা। তবে, সেখানেই শেষ নয়। ইতিমধ্যেই পিয়া একটি অনলাইন লাক্সারি স্পোর্টস ওয়্যার রেঞ্জও নামিয়েছেন। স্লিংকি লেবেল নামে পরিচিত সেই রেঞ্জ ইতিমধ্যেই বেশ নজর কেড়েছে। এই মুহূর্তে পিয়ার ইনস্টাগ্রামে ১২ লাখ ফলোয়ার। ফেসবুক পেজে লাইক ৪ লাখ ৮০ হাজার। নিজের এই সাফল্যে ভীষণ খুশি পিয়া। নিজেই জানালেন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিয়ে ভবিষ্যতে তাঁর আরও অনেক পরিকল্পনা আছে।

.