পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা চান ট্রাম্প

গোটা দুনিয়া জুড়ে একটা পারমাণবিক অস্ত্র প্রতিযোগীতা হোক। এমনই 'উদ্ভট ইচ্ছা' প্রকাশ করলেন ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসের হবু কর্তার দাবি তাহলেই সব পরিষ্কার হয়ে যাবে। আর ট্রাম্পের এই কথায় গোটা দুনিয়া জুড়ে ছড়িয়েছে উদ্বেগ।

Updated By: Dec 23, 2016, 11:56 PM IST
পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা চান ট্রাম্প

ওয়েব ডেস্ক: গোটা দুনিয়া জুড়ে একটা পারমাণবিক অস্ত্র প্রতিযোগীতা হোক। এমনই 'উদ্ভট ইচ্ছা' প্রকাশ করলেন ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসের হবু কর্তার দাবি তাহলেই সব পরিষ্কার হয়ে যাবে। আর ট্রাম্পের এই কথায় গোটা দুনিয়া জুড়ে ছড়িয়েছে উদ্বেগ।

ট্রাম্প বলেছেন, আমেরিকাকে তাদের পারমাণবিক অস্ত্র শক্তি আরও বাড়াতে হবে। এই প্রসঙ্গে বলতে গিয়েই পৃথিবীর শক্তিধর রাষ্ট্রগুলির শক্তি যাচাইয়ের কথা বলেছেন হবু মার্কিন প্রেসিডেন্ট। তবে কূটনীতিক মহলে অনেকেই মনে করছেন যে, রাশিয়াকে চাপে রাখতে এমন মন্তব্য করেছেন ট্রাম্প। তবে সে যে কারণেই তিনি একথা বলে থাকুন, আপাতত গোটা দুনিয়া তাঁকে নিয়ে যে রীতিমতো আশা-আশঙ্কার মধ্যে দিনাতিপাত করছে তা তাঁর এই মন্তব্যের ফলে সৃষ্ট প্রতিক্রিয়াতেই স্পষ্ট।

ইতালিতে পুলিসের গুলিতে নিহত বার্লিনে জঙ্গি হামলার পান্ডা

.