জোড়া টাইফুনে বেহাল ফিলিপিন্স

নেসাত আর নালগে টাইফুনে বিপর্যস্ত ফিলিপিন্সের বিস্তীর্ণ অঞ্চল। নেসাতের প্রভাবে ক্ষতিগ্রস্ত প্রায় পঁচিশ লক্ষ মানুষ। তারপর নালগের ছোবল কেড়ে নিয়েছে দশ লক্ষ মানুষের ঠিকানা। আপাতত তাঁদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হলেও যাঁদের উদ্ধার করা সম্ভব হয়নি, তাঁরা জলস্তর এড়াতে নিজেদের বাড়ির ছাদেই আশ্রয় নিয়েছেন।

Updated By: Oct 2, 2011, 09:09 PM IST

নেসাত আর নালগে টাইফুনে বিপর্যস্ত ফিলিপিন্সের বিস্তীর্ণ
অঞ্চল। নেসাতের প্রভাবে ক্ষতিগ্রস্ত প্রায় পঁচিশ লক্ষ মানুষ। তারপর
নালগের ছোবল কেড়ে নিয়েছে দশ লক্ষ মানুষের ঠিকানা। আপাতত
তাঁদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হলেও যাঁদের উদ্ধার করা
সম্ভব হয়নি, তাঁরা জলস্তর এড়াতে নিজেদের বাড়ির ছাদেই আশ্রয় নিয়েছেন। ম্যানিলার উত্তরে ক্যালামপিটের বাসিন্দারা যেমন গত চার
দিন ধরে বাড়ির ছাদে বসে রয়েছেন। না আছে খাবার, না পানীয়
জল। রবার বোটে উদ্ধারকারীরা তাঁদের কাছে পৌঁছনোর চেষ্টা করছেন বটে, কিন্তু যাতায়াতের রাস্তা অত্যন্ত সরু হওয়ায় সমস্যায়
পড়ছেন তাঁরা। কোনওমতে দুর্গতদের কাছে পৌঁছলেও বাড়ি ছাড়তে নারাজ অনেকেই। ফলে সব মিলিয়ে ফিলিপিন্স যে এক জটিল পরিস্থিতির মুখে দাঁড়িয়ে, সে কথা স্বীকার করে নিয়েছেন ক্যালামপিটের মেয়র জেমস ডি জেসাস। আপাতত হেলিকপ্টার থেকে খাবার আর জল পৌঁছে দেওয়া হচ্ছে তাঁদের কাছে। দেশের সিভিল
ডিফেন্স বিভাগের কর্তা বেনিটো রামোস এলাকা পরিদর্শনের পর জানান, পাশের কর্ডিলেরা পাহাড় থেকে এখানে আরেক প্রস্থ হড়কা বান আছড়ে পড়তে পারে। ফলে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান রামোস। শনিবার নালগের প্রভাবে ধস
নেমেছিল ইসাবেলা প্রদেশে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, টাইফুন নেসাত যে পথে এসেছিল, নালগেও সেই পথেই আছড়ে পড়েছে ফিলিপিন্সে।

.