ফেরুয়ারির শেষ সপ্তাহে ভারতে আসছেন ডোনাল্ড ট্রাম্প
গত বছর গণতন্ত্র দিবসের অনুষ্ঠানে ট্রাম্পকে আমন্ত্রণ করেছিল ভারত। কিন্তু সময়ের অভাবে তিনি আসতে পারেননি
নিজস্ব প্রতিবেদন: ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে ভারতে আসছেন মার্কিন প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি ভারতে থাকবেন মার্কিন প্রেসিডেন্ট। যাবেন আহমেদাবাদেও।
আরও পড়ুন-হনুমান জি-কে ধন্যবাদ, 'রামভক্ত'দের হারিয়ে 'নরম হিন্দুত্বে' আস্থা কেজরীর
বৃহস্পতিবার হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, ট্রাম্পের সঙ্গে থাকবেন তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প। দিল্লির পর তিনি যাবেন আহমেদাবাদেও। এনিয়ে কথা হয়েছে মোদী ও ট্রাম্পের মধ্যে। দুদেশের সম্পর্কের উন্নতির লক্ষে বিভিন্ন বিষয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে।
আরও পড়ুন-বয়সে ১১ বছরের ছোট যুবকের সঙ্গে পরকীয়া ২ সন্তানের মার, পরিণতি মর্মান্তিক
হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, মহাত্মা গান্ধীর প্রতি বিশেষ আকর্ষণ রয়েছে ট্রাম্পের। তাই তিনি মোদীর রাজ্যে যেতে চান। গত বছর গণতন্ত্র দিবসের অনুষ্ঠানে ট্রাম্পকে আমন্ত্রণ করেছিল ভারত। কিন্তু সময়ের অভাবে তিনি আসতে পারেননি। গত সেপ্টেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র সফরের সময়ে ট্রাম্পকে ভারতে আসার আমন্ত্রণ জানান মোদী।
বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার ক্ষেত্রে এই সফর সহায়ক হবে।