উত্তপ্ত মার্কিন যুক্তরাষ্ট্র
অকুপাই ওয়াল স্ট্রিট আন্দোলনের জেরে উত্তপ্ত মার্কিন যুক্তরাষ্ট্র। অ্যাটলান্টা, অকল্যান্ড, শিকাগোসহ বিভিন্ন শহরে প্রায় তিনশোজন আন্দোলনকারীকে গ্রেফতার করা হয়েছে। পুলিস
অকুপাই ওয়াল স্ট্রিট আন্দোলনের জেরে উত্তপ্ত মার্কিন যুক্তরাষ্ট্র।
অ্যাটলান্টা, অকল্যান্ড, শিকাগোসহ বিভিন্ন শহরে প্রায় তিনশোজন আন্দোলনকারীকে গ্রেফতার করা হয়েছে। পুলিস অবস্থানকারীদের হটিয়ে দিতে গেলে, কিছু শহরে সংঘর্ষ শুরু হয়। তবে আন্দোলনের উত্স, নিউ ইর্য়কের জুকোটি পার্ক এখনও শান্ত। দীর্ঘমেয়াদি অবস্থান জারি রাখতে পার্কে তাঁবু তৈরি করে বসবাস শুরু করেছেন আন্দোলনকারীরা। উনিশশো আটষট্টি সালে ভিয়েতনাম যুদ্ধ বিরোধী আন্দোলনের কেন্দ্র ছিল শিকাগোর গ্রান্ট পার্ক। সেখানেই গত কয়েক সপ্তাহ ধরে অবস্থান করছিলেন আন্দোলনকারীরা। গত সপ্তাহে পার্কে বেআইনি অবস্থানের জন্য একশো পঁচাত্তরজন আন্দোলনকারীকে গ্রেফতার করেছিল পুলিস। কিন্তু তা সত্ত্বেও গ্রান্ট পার্ক খালি করেননি বিক্ষোভকারীরা। দ্বিতীয় দফায় একশো তিরিশজনকে গ্রেফতার করা হয়েছে। আন্দোলনের কেন্দ্র নিউ ইর্য়কের জুকোটি পার্ক কিন্তু তুলনামুলকভাবে শান্ত। আসন্ন শীতের মরসুমে আন্দোলন জারি রাখতে পার্কে তাঁবু খাটিয়ে বসবাস শুরু করেছেন আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের ধারণা, অকুপাই ওয়াল স্ট্রিট আন্দোলনকে কেন্দ্র করে সারা বিশ্বের নজর এখন জুকোটি পার্কের দিকে। তাই দেশজুড়ে ধড়পাকড় চললেও, নিউ ইর্য়কে শান্তিপূর্ণ অবস্থানে সম্ভবত বাধা দেবে না পুলিস।