আপনার বাড়ির টিভি-ও নাকি গোপন তথ্য ফাঁস করছে!
কীভাবে সন্দেহভাজনদের ওপর নজরদারী চালায় মার্কিন গোয়েন্দা সংস্থা CIA, তা ফাঁস করে দিল উকিলিকস। আর তাতেই উঠে এসেছে ভয়ঙ্কর তথ্য। সেই তথ্য অনুসরে বোঝা যাচ্ছে মার্কিন গোয়েন্দারা যে কোনও মুহূর্তে যে কোনও গেজেটের মাধ্যমে আপনার খোঁজ নিয়ে পারে।
ওয়েব ডেস্ক : কীভাবে সন্দেহভাজনদের ওপর নজরদারী চালায় মার্কিন গোয়েন্দা সংস্থা CIA, তা ফাঁস করে দিল উকিলিকস। আর তাতেই উঠে এসেছে ভয়ঙ্কর তথ্য। সেই তথ্য অনুসরে বোঝা যাচ্ছে মার্কিন গোয়েন্দারা যে কোনও মুহূর্তে যে কোনও গেজেটের মাধ্যমে আপনার খোঁজ নিয়ে পারে।
আরও পড়ুন- ডাক্তারের পোশাকে কাবুলের সেনা হাসপাতালে জঙ্গি হানা, মৃত কমপক্ষে ৩০
উইকিলিকস-এ বলা হয়েছে, আমাদের ঘরে বা হাতে থাকা যে কোনও গেজেটের মাধ্যমে অতি সহজেই নজর রাখা থেকে তথ্য বের করে নিতে পারে CIA। বিশেষ করে এই কাজ আরও বেশি হচ্ছে স্মার্ট টেলিভিশনের মাধ্যমে। যদিও, উকিলিকস-এ এই তথ্য ফাঁস হওয়ার পর এখনও পর্যন্ত CIA-র তরফে কিছু বলা হয়নি।
প্রসঙ্গত, এখনও পর্যন্ত বেশ কয়েকটি ক্ষেত্রে উইপিং অ্যাঞ্জেল নামে একটি প্রোজেক্টের মাধ্যমে বেশ কিছু তথ্য জোগাড় করে নিয়েছে মার্কিন এই গোয়েন্দা সংস্থাটি।