হাতি মৃত্যু ঠেকাতে রেলে ছুটবে ৫০ কিমি বেগে
ট্রেনের ধাক্কায় হাতিমৃত্যু ঠেকাতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ট্রেনের গতিবেগ নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হল। হাতিমৃত্যু ঠেকাতে শুক্রবার রাজাভাতখাওয়ায় বৈঠকে বসেন রেল ও বনদফতরের কর্তারা। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার পর্যন্ত ১৬০ কিলোমিটার রাস্তায় সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত ৫০ কিলোমিটার বেগে ট্রেন চালানো হবে।
ট্রেনের ধাক্কায় হাতিমৃত্যু ঠেকাতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ট্রেনের গতিবেগ নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হল। হাতিমৃত্যু ঠেকাতে শুক্রবার রাজাভাতখাওয়ায় বৈঠকে বসেন রেল ও বনদফতরের কর্তারা। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার পর্যন্ত ১৬০ কিলোমিটার রাস্তায় সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত ৫০ কিলোমিটার বেগে ট্রেন চালানো হবে।
গুলমা-বাগরাকোট, কেরন-ডলগা, মুজনাই- হ্যামিলটনগঞ্জ, হাসিমারা-আলিপুরদুয়ার, দমনপুর-রাজাভাতখাওয়ায় ট্রেন চালানোর ক্ষেত্রে নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে রেলকে। বেশ কয়েকটি রুটে পিলার ট্রেন চালানোর প্রস্তাব দেওয়া হয়েছে। রাতে শিলিগুড়ি-আলিপুরদুয়ার রুটের বদলে শিলিগুড়ি-কোচবিহার রুটে ঘুরপথে মালগাড়ি চালানোরও প্রস্তাব দেওয়া হয়েছে রেলকে।