এক সপ্তাহও কাটল না, ফের প্রকাশ্যে খুন দুর্গাপুরে

এক সপ্তাহও কাটল না। ফের প্রকাশ্যে খুন হল দুর্গাপুরে। প্রকাশ্য দিবালোকেই।সকলের সামেনই।যেমন আগের বার ঘটেছিল। এবার দুর্গাপুরের ফরিদপুরে সাত সকালে জনবহুল এলাকায় খুন হলেন শেখ আমিন নাম এক ব্যাক্তি। ফরিদপুরের কৈলাশপুর এলাকায় অবৈধ কয়লার কারবারি হিসাবে পরিচিত শেখ আমিন।

Updated By: Sep 13, 2016, 12:10 PM IST
 এক সপ্তাহও কাটল না, ফের প্রকাশ্যে খুন দুর্গাপুরে

ওয়েব ডেস্ক: এক সপ্তাহও কাটল না। ফের প্রকাশ্যে খুন হল দুর্গাপুরে। প্রকাশ্য দিবালোকেই।সকলের সামেনই।যেমন আগের বার ঘটেছিল। এবার দুর্গাপুরের ফরিদপুরে সাত সকালে জনবহুল এলাকায় খুন হলেন শেখ আমিন নাম এক ব্যাক্তি। ফরিদপুরের কৈলাশপুর এলাকায় অবৈধ কয়লার কারবারি হিসাবে পরিচিত শেখ আমিন।

আরও পড়ুন যে বিমান বন্দর রাষ্ট্রপ্রধান থেকে বিজনেস টাইকুনদের মনের বয়স বাড়তে দিচ্ছে না!

মাত্র দিন চারেক আগেই দুর্গাপুরে মসজিদ মহাল্লায় খুন হন রাহুল শা নামে এক কয়লা কারবারি। প্রাথমিক অনুমান, এলাকায় অবৈধ কয়লার চোরাচালানের রাশ কার হতে থাকবে তাই নিয়েই দ্বন্দ্বের জেরেই একের পর এক খুনের ঘটনা ঘটছে। পুলিস তদন্ত শুরু করে দিয়েছে ইতিমধ্যে।

আরও পড়ুন  যে বিমান বন্দর রাষ্ট্রপ্রধান থেকে বিজনেস টাইকুনদের মনের বয়স বাড়তে দিচ্ছে না!

.