পিয়ালশোল গ্রামে দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ
পুরুলিয়ার মানবাজারের পিয়ালশোল গ্রামে গ্রামবাসীদের দুটি গোষ্ঠীর সংঘর্ষ। আহত হয়েছেন বেশ কয়েকজন। সংঘর্ষের একজনের মাথা ফেটেছে।
![পিয়ালশোল গ্রামে দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ পিয়ালশোল গ্রামে দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/04/04/52744-piyalshol-4-4-16.jpg)
ওয়েব ডেস্ক: পুরুলিয়ার মানবাজারের পিয়ালশোল গ্রামে গ্রামবাসীদের দুটি গোষ্ঠীর সংঘর্ষ। আহত হয়েছেন বেশ কয়েকজন। সংঘর্ষের একজনের মাথা ফেটেছে।
রাস্তার দাবিতে ভোট বয়কট করেন গ্রামবাসীদের একাংশ। অন্য অংশ ভোট দিতে যেতে চাইলে উত্তেজনা ছড়ায়। পুলিসের হস্তক্ষেপে ভোট দিতে যান ওই গ্রামবাসীরা। অভিযোগ ভোট দিয়ে ফেরার পথে তাঁদের ওপর হামলা চালায় বয়কটে সামিল গ্রামবাসীরা। বিশাল পুলিস বাহিনী এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পুলিসকে ঘিরেও বিক্ষোভ চলে। শেষ পর্যন্ত ভোট বয়কটের ডাক তুলে নেওয়া হয়। পরে ভোট শুরু হলেও এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিস বাহিনী।