তৃণমূল সমর্থকদের বিক্ষোভের জেরে বিশ্ববিদ্যালয়ে ঢুকতেই পারলেন না রেজিস্ট্রার

এবার তৃণমূল সমর্থকদের একাংশের বিক্ষোভের জেরে বিশ্ববিদ্যালয়ে ঢুকতেই পারলেন না রেজিস্ট্রার। এই ঘটনা কোচবিহারের ঠাকুর পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে দেখা গিয়েছে।

Updated By: Jun 21, 2016, 02:44 PM IST
তৃণমূল সমর্থকদের বিক্ষোভের জেরে বিশ্ববিদ্যালয়ে ঢুকতেই পারলেন না রেজিস্ট্রার

ওয়েব ডেস্ক: এবার তৃণমূল সমর্থকদের একাংশের বিক্ষোভের জেরে বিশ্ববিদ্যালয়ে ঢুকতেই পারলেন না রেজিস্ট্রার। এই ঘটনা কোচবিহারের ঠাকুর পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে দেখা গিয়েছে।

ঘটনার প্রসঙ্গে জানা গিয়েছে, চাকরির দাবিতে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন কয়েকজন যুবক। সেসময় রেজিস্ট্রার বিশ্ববিদ্যালয়ে এলে তাঁকে ঢুকতে বাধা দেওয়া হয়। শুরু হয় তাঁকে ঘিরে বিক্ষোভ। শেষ পর্যন্ত বিক্ষোভের জেরে বিশ্ববিদ্যালয়ের গেট থেকেই ফিরে যান রেজিস্ট্রার দেবকুমার মুখোপাধ্যায়।

বিক্ষোভকারীরা তৃণমূল সমর্থক বলে এলাকায় পরিচিত। অভিযোগ উঠেছে যে, বেশ কয়েকদিন ধরে স্থানীয় তৃণমূলের একাংশ তাদের পছন্দের লোককে নিয়োগের জন্য চাপ দিচ্ছিল রেজিস্ট্রারকে। তার জেরেই আজকের ঘটনা।

.