উদয়নকে জেরায় মিলল আরও চাঞ্চল্যকর তথ্য

উদয়নকে জেরায় মিলল আরও চাঞ্চল্যকর তথ্য। পুলিসের দাবি, টানা জেরায় বাবা-মায়ের অ্যাকাউন্ট থেকে প্রচুর টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে উদয়ন। জেরায় উদয়ন জানিয়েছে, ৫ বছরে বাবা-মাকে খুনের পর ৫০ লক্ষ টাকা হাতিয়েছিল সে। মায়ের অ্যাকাউন্ট থেকে ২৮ লক্ষ টাকা এবং বাবার অ্যাকাউন্ট থেকে ২২ লক্ষ টাকা তুলে নেয় উদয়ন।

Updated By: Feb 10, 2017, 09:25 AM IST
উদয়নকে জেরায় মিলল আরও চাঞ্চল্যকর তথ্য

ওয়েব ডেস্ক: উদয়নকে জেরায় মিলল আরও চাঞ্চল্যকর তথ্য। পুলিসের দাবি, টানা জেরায় বাবা-মায়ের অ্যাকাউন্ট থেকে প্রচুর টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে উদয়ন। জেরায় উদয়ন জানিয়েছে, ৫ বছরে বাবা-মাকে খুনের পর ৫০ লক্ষ টাকা হাতিয়েছিল সে। মায়ের অ্যাকাউন্ট থেকে ২৮ লক্ষ টাকা এবং বাবার অ্যাকাউন্ট থেকে ২২ লক্ষ টাকা তুলে নেয় উদয়ন।

আরও পড়ুন সিসিটিভি ফুটেজ দেখে তিন ঘণ্টার মধ্যে লরিসমেত গ্রেফতার চালক ও খালাসি

এই টাকাতেই শুরু হয় তার বিলাসবহুল জীবনযাপন। আরও ১৯ লক্ষ টাকা তুলে নেওয়ারও পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু শেষ পর্যন্ত সেই পরিকল্পনা সফল হয়নি বলে তদন্তকারী অফিসারদের জানিয়েছে সে।

আরও পড়ুন  চুক্তি চাষে লক্ষ্মীলাভ

.